রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউয়ে নতুন করে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। এক দিনে এত মৃত্যু এর আগে কখনো দেশটি দেখেনি। আজ বৃহস্পতিবার দেশটির সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের বরাত দিয়ে মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৩৩৯ জন।
এর আগে গতকাল বুধবার জানানো হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ২৮ মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৭৩ জন। এর আগে গত মঙ্গলবার জানানো হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ১৫ মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৪০ জন।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। এখনো দেশটির বড় একটি অংশকে টিকার আওতায় আনা যায়নি। হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, করোনা নিয়ে যথাযথ প্রচার-প্রচারণা চালানো সম্ভব হয়নি। বিশেষ করে টিকার গুরুত্ব বোঝানো যায়নি নাগরিকদের। প্রত্যেক নাগরিককে আরও দায়িত্বশীল হতে হবে।
এর আগে গত শনিবার (১৬ অক্টোবর) প্রথমবারের মতো এক দিনে করোনায় হাজার মৃত্যু দেখে রাশিয়া। শনিবার এক দিনে করোনায় এক হাজার ২ জনের মৃত্যুসংবাদ জানানো হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৩ হাজার ২০৮ জনের।
রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণকে দুষছে সরকার। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, 'জনসাধারণকে টিকা দিয়ে তাদের জীবন বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য সবকিছু করা হয়েছিল।'
জনমত জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশ নাগরিকের টিকা দেওয়ার ইচ্ছা নেই।
উল্লেখ্য, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৭ হাজার ৩৮৯ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮১ লাখ ৩১ হাজার ১৬৪ জনের।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৮৮৭ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৩৯ হাজার ৮৬০ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১ লাখ ৭১ হাজার ২১৭ জন।
রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউয়ে নতুন করে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। এক দিনে এত মৃত্যু এর আগে কখনো দেশটি দেখেনি। আজ বৃহস্পতিবার দেশটির সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের বরাত দিয়ে মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৩৩৯ জন।
এর আগে গতকাল বুধবার জানানো হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ২৮ মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৭৩ জন। এর আগে গত মঙ্গলবার জানানো হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ১৫ মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৪০ জন।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। এখনো দেশটির বড় একটি অংশকে টিকার আওতায় আনা যায়নি। হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, করোনা নিয়ে যথাযথ প্রচার-প্রচারণা চালানো সম্ভব হয়নি। বিশেষ করে টিকার গুরুত্ব বোঝানো যায়নি নাগরিকদের। প্রত্যেক নাগরিককে আরও দায়িত্বশীল হতে হবে।
এর আগে গত শনিবার (১৬ অক্টোবর) প্রথমবারের মতো এক দিনে করোনায় হাজার মৃত্যু দেখে রাশিয়া। শনিবার এক দিনে করোনায় এক হাজার ২ জনের মৃত্যুসংবাদ জানানো হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৩ হাজার ২০৮ জনের।
রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণকে দুষছে সরকার। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, 'জনসাধারণকে টিকা দিয়ে তাদের জীবন বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য সবকিছু করা হয়েছিল।'
জনমত জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশ নাগরিকের টিকা দেওয়ার ইচ্ছা নেই।
উল্লেখ্য, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৭ হাজার ৩৮৯ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮১ লাখ ৩১ হাজার ১৬৪ জনের।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৮৮৭ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৩৯ হাজার ৮৬০ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১ লাখ ৭১ হাজার ২১৭ জন।
ভারতে ওয়াকফ আইন সংশোধন বিল পাস হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মোদি সরকার বলছে, এই সংস্কার দুর্নীতি রোধ ও কার্যকর ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয়। কিন্তু মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলোর অভিযোগ, এর আড়ালে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার খর্ব এবং ঐতিহাসিক সম্পত্তির দখল নেওয়ার চেষ্টা চলছে।
৪১ মিনিট আগেনাজির বলেন, ‘আমি কিং আমানুল্লাহ খানের সঙ্গে প্রাসাদে ছিলাম। তখন আমার বয়স ত্রিশের উপরে। আমার মনে আছে, আমি বলেছিলাম যে ব্রিটিশরা পালিয়েছে। সবাই খুশি ছিল। ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার জন্য কিং আমানুল্লাহ খানকে ধন্যবাদ জানাচ্ছিল। অনেক নেতারা আমাদের সাথে আর্গ (প্রেসিডেন্টের বাসভবন) গিয়েছিলেন। এখন তাদের কেউ
৬ ঘণ্টা আগেফুল, ফল, মিষ্টি, প্রদীপ ও শস্য—সবকিছু নিয়ে দেবী দুর্গার পূজা করতে প্রস্তুত ছিলেন প্রিয়াংশা। কিন্তু নবরাত্রির প্রথম দিন গত ৩০ মার্চ ঋতুস্রাব শুরু হয় তাঁর। এক বছর ধরে এদিনের অপেক্ষায় থাকা প্রিয়াংশা কষ্টে ভেঙে পড়েন।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে মানবিক সহায়তা প্রকল্পের আওতায় বৈধভাবে অবস্থান করা বিপুলসংখ্যক ইউক্রেনীয়কে সাত দিনের মধ্যে দেশটি ছাড়তে বলা হয়েছে। অন্যথায়, মার্কিন ‘ফেডারেল সরকার তাদের খুঁজে বের করবে।’ গত সপ্তাহে এই নির্দেশনা সংবলিত একটি ই-মেইল পেয়েছেন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে আশ্রয় নেওয়া বিপুল
৯ ঘণ্টা আগে