Ajker Patrika

উত্তর মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০ 

উত্তর মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০ 

উত্তর মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

উত্তর মেসিডোনিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপস টুইট বার্তায় বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। উত্তর পূর্বাঞ্চলীয় টেটোভোর একটি করোনা ক্লিনিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উত্তর মেসিডোনিয়ার স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দমকল বাহিনীকে অগ্নিকাণ্ডের বিষয়ে অবগত করা হয়। আগুন নেভাতে ৪৫ মিনিটের মতো  সময় লাগে। 

উত্তর মেসিডোনিয়ার জনসংখ্যা প্রায় ২০ লাখ। দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ১০০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত