Ajker Patrika

টিকা নিয়েও করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
Thumbnail image

টিকা নিয়েও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। গতকাল শুক্রবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনার খুব হালকা উপসর্গে ভুগছেন।

গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সাজিদ জাভিদ।

গতকাল শুক্রবার যুক্তরাজ্যে একদিনে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত জানুয়ারির পর গতকাল শনিবারই আবারও যুক্তরাজ্যে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হলো।

টুইটারে একটি ভিডিও পোস্ট করে জাভিদ বলেন, আমি এখন বাসায় সেলফ আইসোলেশনে আছি। গতরাতে আমার কিছুটা খারাপ লাগছিল। আমি কৃতজ্ঞ যে আমি টিকার দুটি ডোজ পেয়েছি। এখন পর্যন্ত আমার উপসর্গ খুব হালকা।

ওই ভিডিওতে যুক্তরাজ্যের জনগণকে করোনার টিকা নেওয়া আহ্বানও জানিয়েছেন সাজিদ জাভিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত