Ajker Patrika

রাশিয়ার সঙ্গে আলোচনার পথ বন্ধ হবে যদি...

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১১: ১৯
রাশিয়ার সঙ্গে আলোচনার পথ বন্ধ হবে যদি...

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিউপোল থেকে ইউক্রেনের সেনা সরানো হলে রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের আলোচনা বন্ধ হয়ে যাবে। গতকাল শনিবার তিনি এমনটি বলেন।

ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদাকে জেলেনস্কি বলেন, ‘আমাদের সেনা ও আমাদের লোকদের মারিউপোলে নির্মূল করা হলে যেকোনো আলোচনার অবসান ঘটাবে। এর ফলে একটি অচলাবস্থা হবে, কারণ আমরা আমাদের অঞ্চল বা আমাদের জনগণের বিষয়ে আপস করব না।’

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

যুদ্ধের আগে মারিউপোলে থাকত প্রায় ৫ লাখ বাসিন্দা। গুরুত্বপূর্ণ এই শহর আজভ সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং দনবাস অঞ্চলে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত