Ajker Patrika

চার্লসের দিকে ডিম ছুড়ে শিক্ষার্থী বললেন, তিনি আমার রাজা নন 

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১২: ৩৯
চার্লসের দিকে ডিম ছুড়ে শিক্ষার্থী বললেন, তিনি আমার রাজা নন 

রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্যের ইয়র্ক শহরে সফরের সময় এমন ঘটনা ঘটেছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

রাজা চার্লস ও ক্যামিলাকে অভ্যর্থনা জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় করে স্থানীয়রা। এ সময় ঘটনাটি ঘটে। পরে পুলিশ ওই বিক্ষোভকারীকে আটক করে।

আটক ওই ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বয়স ২৩ বছর। তাঁদের লক্ষ্য করে পাঁচটি ডিম ছোড়েন ওই শিক্ষার্থী। জানিয়েছে বিবিসি। পাঁচটি ডিম ছুড়লেও একটিও রাজা চার্লস ও কুইন কনসর্টের শরীরে লাগেনি।

বিবিসির খবরে বলা হযেছে, ২৩ বছর বয়সী ওই যুবককে ডিম ছোড়ার সময় চিৎকার করতে শোনা যায়। তিনি চিৎকার করে বলেন, ‘এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।’

এ সময় অভ্যর্থনা অনুষ্ঠানে থাকা কয়েকজন চিৎকার করে বলেন, ‘রাজাকে সৃষ্টিকর্তা রক্ষা করুক’। আবার অনেকে ‘নিপাত যাও’ বলেও চিৎকার করে ওঠেন।

এমন অবস্থায়ও সেখানে থাকা জনগণকে শুভেচ্ছা জানাতে থাকেন রাজা চার্লস ও কুইন কনসর্ট। স্থানীয় নেতাদের সঙ্গে করমর্দনও করেন। ক্যামিলাকে কিছুটা অপ্রস্তুত দেখালেও পরে নিজেকে সামলে নেন।

প্রসঙ্গত, ইয়র্ক শহরে চার্লস ও ক্যামিলার বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সেখানে গিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত