Ajker Patrika

আবারও কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়া: জেলেনস্কি

আবারও কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া দোনবাসের নিয়ন্ত্রণ নিতে পারলে আবারও কিয়েভ আক্রমণ করতে পারে। রাশিয়ার পুনর্নির্ধারিত লক্ষ্য অনুযায়ী দেশটির সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হলে এমনটা ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘যদি দোনবাসে আমাদের বাহিনী তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম না হয় তবে কিয়েভ ও কিয়েভের আশপাশের এলাকায় আশপাশে আবারও রুশ আক্রমণের সম্ভাবনা রয়েছে।’ 

এর আগে, রাশিয়া ইউক্রেনের রাজধানী দখলে ব্যর্থ হয় এবং কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়। সেসময় দেশটি দাবি করেছিল যে, তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ এর প্রথম ধাপটি সম্পন্ন এবং তাদের পরবর্তী লক্ষ্য দক্ষিণ ও পূর্ব ইউক্রেন এবং তারা দোনবাস অঞ্চলকে সম্পূর্ণরূপে ‘মুক্ত’ করার দিকে মনোনিবেশ করছে। 

জেলেনস্কি আরও জানিয়েছেন, তিনি রাজধানীতে আবারও নতুন করে আক্রমণে সম্ভাবনা বাদ দেননি। 

এদিকে, দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যেও ইউক্রেনের দোনবাস এবং ক্রিমিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়। 

এই দুই অঞ্চল প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমরা চাই এই অঞ্চলগুলো আমাদের ফিরিয়ে দেওয়া হোক। তারা (রুশরা) ওই অঞ্চলগুলোকে ইউক্রেনের অংশ হিসেবেই বিবেচনা করছে না। আমরা এই বিষয়েও আলোচনা চাই।’ 

জেলেনস্কি ওই সাক্ষাৎকারে আরও জানান, তিনি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত ছিলেন তখন বুচায় রুশরা ‘নৃশংস হামলা চালায়’। যেখানে একটি গণকবরও পাওয়া গেছে। বুচা এবং রাজধানীর আশপাশের অন্যান্য শহরে রুশ নৃশংসতা ইঙ্গিত দেয় যে ‘আমাদের মধ্যে আলোচনার জন্য ইতিবাচক পরিবেশ নেই। 

যদিও মস্কো সব সময়ই বুচায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত