অবশেষে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অ্যাঙ্গেলা মের্কেলের যুগ। ১৬ বছর পর নতুন চ্যান্সেলর পেল দেশটি। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠটা পেয়ে জার্মান চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শলৎস।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট গঠন করতে বেশ সময় লাগে সোশ্যাল ডেমোক্র্যাটদের। সম্প্রতি গ্রিন এবং এফডিপির সঙ্গে তাদের জোট হয়। এরপরই ওলাফ শলৎসের চ্যান্সেলর হতে বাধা অনেকটাই কেটে যায়।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বুন্ডেসটাগ গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্ক হয়নি। ভোটের সূচনা করেন বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস। শলৎস ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান। তবে ভোটের হিসাবে দেখা গেছে, ‘ট্রাফিক লাইট কোয়ালিশন', অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা ৪১৬ হওয়ার কথা। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয়জন ভোটদানে বিরত ছিলেন।
নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন গ্রিন পার্টি এবং চারজন এফডিপি থেকে। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ক্রিস্টিয়ান লিন্ডনার।
এক টুইট বার্তায় শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মের্কেলের দলকে পরাজিত করে জয় পায় মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
অবশেষে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অ্যাঙ্গেলা মের্কেলের যুগ। ১৬ বছর পর নতুন চ্যান্সেলর পেল দেশটি। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠটা পেয়ে জার্মান চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শলৎস।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট গঠন করতে বেশ সময় লাগে সোশ্যাল ডেমোক্র্যাটদের। সম্প্রতি গ্রিন এবং এফডিপির সঙ্গে তাদের জোট হয়। এরপরই ওলাফ শলৎসের চ্যান্সেলর হতে বাধা অনেকটাই কেটে যায়।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বুন্ডেসটাগ গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্ক হয়নি। ভোটের সূচনা করেন বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস। শলৎস ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান। তবে ভোটের হিসাবে দেখা গেছে, ‘ট্রাফিক লাইট কোয়ালিশন', অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা ৪১৬ হওয়ার কথা। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয়জন ভোটদানে বিরত ছিলেন।
নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন গ্রিন পার্টি এবং চারজন এফডিপি থেকে। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ক্রিস্টিয়ান লিন্ডনার।
এক টুইট বার্তায় শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মের্কেলের দলকে পরাজিত করে জয় পায় মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে শ্রাবণ মাসের পবিত্র কাঁওয়ার যাত্রায় রওনা হওয়া পূণ্যার্থীরা ছিলেন। আজ মঙ্গলবার ভোরে মোহনপুর থানার জামুনিয়া মোড়ে গোড্ডা–দেওঘর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেনেদারল্যান্ডস ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রীকে তাদের দেশে ঢুকতে দেবে না। এই দুই ইসরায়েলি মন্ত্রী হলেন অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির। গাজায় জাতিগত নির্মূলের ডাক দেওয়ায় নেদারল্যান্ডস তাঁদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগেএবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনল ইসরায়েলেরই দুই মানবাধিকার সংস্থা। বেতসেলেম ও ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস ইসরায়েল নামের ওই দুই সংগঠন সরাসরি বলছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নিজেদের অভিযোগের স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রমাণসহ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থা দুটি
২ ঘণ্টা আগেইকুয়েডরের উপকূলীয় শহর এল এমপালমেতে একটি বারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। গত রোববার, স্থানীয় সময় রাতে এই হামলা হয়। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় আরও অন্তত ১১ জন আহত হয়েছে। যদিও বিভিন্ন সূত্রে আহতের সংখ্যা ১৪ জন পর্যন্ত হতে
৩ ঘণ্টা আগে