অনলাইন ডেস্ক
একই দিনে মাত্র কয়েক মাইল দূরেই দুটি বিমান দুর্ঘটনা। ইতালির তুরিনগামী দুই আসনবিশিষ্ট ওই বিমান দুটির একটিতে ছিলেন স্টেফানো পিরিল্লি, অন্যটিতে তাঁর বাগ্দত্তা অ্যান্টোনিয়েত্তা ডিমাসি। বিমান ভূপাতিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে দুজনই বেঁচে গেছেন শেষ পর্যন্ত।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার প্রথমে দুর্ঘটনায় পড়ে ৩০ বছর বয়সী পিরিল্লিকে বহন করা বিমানটি। এর কিছুক্ষণের মধ্যে ২২ বছর বয়সী ডিমাসিকে বহন করা বিমানটিরও একই পরিণতি হয়। সৌভাগ্যক্রমে পিরিল্লি ও ডিমাসির সঙ্গে তাঁদের দুই পাইলটও বেঁচে গেছেন। এ ক্ষেত্রে পিরিল্লি ও তাঁর পাইলট অক্ষত থাকলেও ডিমাসি কোমরে এবং তাঁর পাইলট মাথায় কিছুটা আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার পর পিরিল্লি জানান, রোববার দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল। ছিল মেঘমুক্ত নীল আকাশ। বিমানে ওড়ার মতো বেশ ভালো দিনই ছিল সেদিন। প্রথমবারের মতো বিমানে চড়েছিলেন ডিমাসি। দিনটা বেশ সুন্দরভাবে শুরু হলেও শেষ পর্যন্ত ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে সৌভাগ্য এই যে দুজনই বেঁচে গেছেন।
দুর্ঘটনার জন্য হঠাৎ করে আবহাওয়ার রূপ বদলে যাওয়াকেই দায়ী করেছেন পিরিল্লি। তিনি বলেন, ‘আমরা খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিলাম। সে সময় তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা পড়তে শুরু করেছিল। তারপর হঠাৎ অন্ধকার নেমে আসে।’
পিরিল্লি জানান, আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে তিনি কাছাকাছি বুসানোতে অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু কুয়াশা আর অন্ধকার এমনভাবে ধেয়ে আসে যে দুটি বিমানই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে। অগ্নিনির্বাপক কর্মীরা দুই পাইলটসহ দুজনকেই উদ্ধার করে।
দুর্ঘটনার পর অক্ষত পিরিল্লি হাসপাতালে ছুটে যান ডিমাসিকে দেখতে। একই দিনে দুজনের প্রাণে বেঁচে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না।’
একই দিনে মাত্র কয়েক মাইল দূরেই দুটি বিমান দুর্ঘটনা। ইতালির তুরিনগামী দুই আসনবিশিষ্ট ওই বিমান দুটির একটিতে ছিলেন স্টেফানো পিরিল্লি, অন্যটিতে তাঁর বাগ্দত্তা অ্যান্টোনিয়েত্তা ডিমাসি। বিমান ভূপাতিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে দুজনই বেঁচে গেছেন শেষ পর্যন্ত।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার প্রথমে দুর্ঘটনায় পড়ে ৩০ বছর বয়সী পিরিল্লিকে বহন করা বিমানটি। এর কিছুক্ষণের মধ্যে ২২ বছর বয়সী ডিমাসিকে বহন করা বিমানটিরও একই পরিণতি হয়। সৌভাগ্যক্রমে পিরিল্লি ও ডিমাসির সঙ্গে তাঁদের দুই পাইলটও বেঁচে গেছেন। এ ক্ষেত্রে পিরিল্লি ও তাঁর পাইলট অক্ষত থাকলেও ডিমাসি কোমরে এবং তাঁর পাইলট মাথায় কিছুটা আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার পর পিরিল্লি জানান, রোববার দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল। ছিল মেঘমুক্ত নীল আকাশ। বিমানে ওড়ার মতো বেশ ভালো দিনই ছিল সেদিন। প্রথমবারের মতো বিমানে চড়েছিলেন ডিমাসি। দিনটা বেশ সুন্দরভাবে শুরু হলেও শেষ পর্যন্ত ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে সৌভাগ্য এই যে দুজনই বেঁচে গেছেন।
দুর্ঘটনার জন্য হঠাৎ করে আবহাওয়ার রূপ বদলে যাওয়াকেই দায়ী করেছেন পিরিল্লি। তিনি বলেন, ‘আমরা খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিলাম। সে সময় তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা পড়তে শুরু করেছিল। তারপর হঠাৎ অন্ধকার নেমে আসে।’
পিরিল্লি জানান, আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে তিনি কাছাকাছি বুসানোতে অবতরণের সিদ্ধান্ত নেন। কিন্তু কুয়াশা আর অন্ধকার এমনভাবে ধেয়ে আসে যে দুটি বিমানই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে। অগ্নিনির্বাপক কর্মীরা দুই পাইলটসহ দুজনকেই উদ্ধার করে।
দুর্ঘটনার পর অক্ষত পিরিল্লি হাসপাতালে ছুটে যান ডিমাসিকে দেখতে। একই দিনে দুজনের প্রাণে বেঁচে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না।’
মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
৯ মিনিট আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৯ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৯ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৯ ঘণ্টা আগে