Ajker Patrika

জার্মানিতে ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় নারীবাদী সংগঠনে পুলিশের তল্লাশি 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২২: ৫৬
জার্মানিতে ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় নারীবাদী সংগঠনে পুলিশের তল্লাশি 

জার্মানিতে নারীবাদী গোষ্ঠী ‘জোরা’ পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) প্রতীক ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে গত বুধবার জার্মানির পুলিশ বার্লিনে ফিলিস্তিনপন্থি ও বামপন্থি নারীবাদী গোষ্ঠীটির সদস্যদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে। 

ডয়চে ভেলেসহ জার্মানির বিভিন্ন গণমাধ্যমের এ ঘটনার খবর প্রচারিত হয়েছে। 

পিএফএলপিকে সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করে ইইউ ও অ্যামেরিকা। 

জার্মানির পুলিশ ট্রেড ইউনিয়ন জিডিপির প্রতিনিধি জানিয়েছেন, বার্লিনের বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালিয়েছে। তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, প্রায় দুইশ জন পুলিশ অফিসার এই তল্লাশিতে অংশ নেন। 

তাঁরা (পুলিশ) ছয়টি ফ্ল্যাট, একটি অফিস ও একটি ক্যাফেতে তল্লাশি করেন বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র বিজেড। 

জার্মান মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, গত ১২ অক্টোবর ইনস্টাগ্রামে জোরা একটি পোস্ট করে। সেখানে বলা হয়, ফিলিস্তিনের মুক্তি ছাড়া নারীদের মুক্তি সম্ভব নয়। 

একটি বিবৃতিতে জোরা জানিয়েছে, ফিলিস্তিনি সংগঠন হামাস পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই করে না। সেরকম কোনো ইচ্ছে তাঁদের নেই। তাই ফিলিস্তিনি প্রতিরোধের অংশ হিসাবে পিএফএলপির মতো প্রগতিশীল শক্তিকে শক্তিশালী করতে হবে। 

পিএফএলপি অতীতে নারীদের সংগঠিত করা ও তাঁদের সংগঠনে নিয়ে আসার কাজ করেছে। 

এদিকে জোরা নিজেদের ওয়াবসাইটে পরিচয় দিতে গিয়ে বলেছে, তাঁরা উঠতি মেয়েদের স্বাধীন ও পুঁজিবাদ বিরোধী সংস্থা। 

গত ১৫ ডিসেম্বর এই গোষ্ঠী ফিলিস্তিনি সহমর্মিতা ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতার ক্ষেত্রে জার্মানির দমন নীতির নিন্দা করেছিল। তাঁরা বিশেষ করে ফিলিস্তিনপন্থিদের তল্লাশির কথা বলেছিল। তাঁরা জানায়, সামিডুন ফিলিস্তিন প্রিজনার্স নেটওয়ার্ককে নিষিদ্ধ ঘোষণার পর তল্লাশির সংখ্যা বেড়েছে। 

নভেম্বরের গোড়ায় জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সামিডুন ও হামাসকে নিষিদ্ধ করা হয়েছে। হামাসকে আগেই জার্মানিসহ অনেক দেশই সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত