Ajker Patrika

রাশিয়ার স্পুটনিক-৫ প্রয়োগে সায় ভারতীয় বিশেষজ্ঞদের

রাশিয়ার স্পুটনিক-৫ প্রয়োগে সায় ভারতীয় বিশেষজ্ঞদের

রাশিয়ার স্পুটনিক–৫ কোভিড টিকার জরুরি অনুমোদনের পক্ষে সায় দিয়েছে ভারতের বিশেষজ্ঞ কমিটি। এখন দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিআই অনুমোদন দিলেই টিকাটি ব্যাপকভাবে প্রয়োগ করা শুরু হবে।

এরই মধ্যে ভারতে অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্প এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন।

ভারতে যখন সংক্রমণে দৈনিক রেকর্ড ভাঙছে, অনেক রাজ্য সরকার ভ্যাকসিন সঙ্কটের অভিযোগ তুলছে। এমন সময় তৃতীয় ভ্যাকসিন হিসেবে অনুমোদন পেতে যাচ্ছে রাশিয়ার স্পুটনিক–৫।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারতে স্পুটনিক-৫ টিকা উৎপাদন করছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ড. রেড্ডি’স। এ টিকার কার্যকারিতা সর্বোচ্চ ৯১ দশমিক ৬ শতাংশ। মডার্না ও ফাইজার ছাড়া অন্য কোনো টিকা এতো বেশি কার্যকারিতা দেখায়নি।

কোভিড টিকা স্পুটনিক-৫ উদ্ভাবন করেছেন রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।  সোভিয়েত ইউনিয়নের প্রথম কৃত্রিম উপগ্রহের নামানুসারে এ টিকার নাম রাখা হয়েছে। গ্রহীতাকে এ টিকার দুটি ডোজ নিতে হবে। প্রতিটি ডোজে খরচ পড়বে ১০ ডলারেরও কম। শুষ্ক অবস্থায় এটিকে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। ফলে টিকাটি সাধারণ রেফ্রিজারেটরেও সংরক্ষণ ও পরিবহন করা যাবে।

ভ্যাকসিনটির অনুমোদনের জন্য গত ১৯ ফেব্রুয়ারি আবেদন করে ড. রেড্ডি’স। ওই সময় ভারতে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল চলছিল। ১৮ থেকে ৯৯ বছর বয়সী ১ হাজার ৬০০ জনের মধ্যে এ ভ্যাকসিনের পরীক্ষা চালানো হয়।

ভারত, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা ও বেলারুশে স্পুটনিক-৫ টিকার তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল চালানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে প্রতিদিনই দেশটিতে রেকর্ড ভাঙার ঘটনা ঘটছে। এ পর্যন্ত দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৩৫ লাখ, এর মধ্যে মারা গেছেন মৃত্যু ১ লাখ ৭০ হাজার জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত