Ajker Patrika

রাশিয়াকে থামাতে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান শুলজের

রাশিয়াকে থামাতে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান শুলজের

চীন সফরে রয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। করোনা মহামারির পর এই প্রথম বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর কোনো নেতা চীন সফর করলেন। সফরে ওলাফ শুলজ রাশিয়াকে থামাতে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে আলাপকালে জার্মান চ্যান্সেলর ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

ওলাফ শুলজ বলেন, রাশিয়ার পারমাণবিক হুমকি দায়িত্বজ্ঞানহীন এবং অত্যন্ত বিপজ্জনক ছিল—এ বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে। 

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের রাশিয়া আক্রমণের বিরুদ্ধে নিন্দা জানানো অস্বীকৃতি জানিয়েছেন সি চিন পিং। তবে তিনি বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের উচিত শান্তিপূর্ণভাবে সংকটের অবসান ঘটানো এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধিতা করা। 

বিবিসি বলছে, সি চিন পিং-এর ক্ষমতা পাকাপোক্ত হওয়ার পর জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের এ সফর জার্মানি এবং ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে। ওলাফ শুলজের এ সফরটি সংক্ষিপ্ত, মাত্র ১১ ঘণ্টার। সফরটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 

এসব বিষয়ে অবশ্য ওলাফ শুলজ বলছেন, বৈশ্বিক সমস্যাগুলো চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সমাধান করা সম্ভব।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ‘পরিবর্তিত ও অস্থির এই সময়ে চীন ও জার্মানির মধ্যে বৃহত্তর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি খুবই জটিল এবং অস্থির। বিশ্বের প্রভাবশালী ও বৃহৎ দেশ হিসেবে এই পরিবর্তিত ও অস্থির সময়ে চীন ও জার্মানির একত্রে কাজ করা উচিত। তার চেয়েও বড় কথা হলো, এটি আমাদের করতেই হবে, যাতে বিশ্বশান্তি ও উন্নয়ন আমরা এগিয়ে নিতে পারি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত