Ajker Patrika

খুনের দায়ে ফেঁসে গেলেন রাশিয়ার অ্যালুমিনিয়াম ম্যাগনেট

খুনের দায়ে ফেঁসে গেলেন রাশিয়ার অ্যালুমিনিয়াম ম্যাগনেট

খুন করার অভিযোগে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এক সময়ের প্রভাবশালী ব্যবসায়ী এবং আঞ্চলিক সংসদ সদস্য অ্যানাতলি বাইকভকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০-এর দশকে ওই খুনটি করেছিলেন বাইকভ। 

২০০০ সালে অপসারিত হওয়ার আগ পর্যন্ত রুসাল অ্যালুমিনিয়াম কোম্পানির ক্রাসনোয়ার্স্ক অ্যালুমিনিয়াম প্ল্যান্টের সভাপতিত্ব করেছেন অ্যানাতোলি বাইকভ। অ্যালুমিনিয়াম ম্যাগনেট হিসেবে তখন থেকেই সুপরিচিত ছিলেন তিনি। এ ছাড়া ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্রাসনোয়ার্স্ক আঞ্চলিক আইনসভায় একজন আইন প্রণেতা হিসাবে দায়িত্বপালন করেছেন। 

মস্কো টাইমস জানিয়েছে, ১৯৯৮ সালে প্রতিদ্বন্দ্বী গ্যাং লিডার ভ্লাদিমির ফিলিপভকে হত্যার আদেশ দেওয়ার জন্য অভিযুক্ত ছিলেন বাইকভ। অভিযোগ প্রমাণিত হলে বিচারক প্যানেলের সদস্যরা তাঁর ১৩ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন। এ অবস্থায় ক্রাসনোয়ারস্কের কিরোভস্কি জেলা আদালত তাঁকে ১২ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ সুরক্ষার কারাগারে রাখার নির্দেশ প্রদান করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের দায়ে বাইকভের বিরুদ্ধে এটি তৃতীয় রায়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর এবং ২০২১ সালের মে মাসে তাঁর বিরুদ্ধে আরও দুটি রায় হয়েছে। অভিযোগ দুটির মধ্যে—২০০৫ সালে তিনি প্রতিদ্বন্দ্বী এক ব্যবসায়ীকে হত্যার আদেশ দিয়েছিলেন এবং ১৯৯৪ সালে দুই ব্যক্তিকে হত্যা করেছিলেন। 

ইন্টারফ্যাক্সের তথ্য অনুসারে, তিনটি মামলার সম্মিলিত শাস্তি হিসেবে বাইকভকে ২০ বছর কারাগারের ভেতর থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত