যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ট্রাম্প একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ। তাঁকে হত্যাচেষ্টা হয়েছে। তাঁর নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।
গতকাল বৃহস্পতিবার কাজাখস্তানে এক সম্মেলনে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণায় যা হয়েছিল তা দেখে তিনি অবাক হয়েছিলাম! ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ‘অসামাজিক’ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে হত্যাচেষ্টাও ছিল।
গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারকালে গুলিতে আহত হন ট্রাম্প। এরপর গত সেপ্টেম্বরে ট্রাম্পকে হত্যার চেষ্টায় তাঁর ফ্লোরিডার একটি গলফ কোর্সে রাইফেল নিয়ে অবস্থান করেছিলেন এক ব্যক্তি—এমন অভিযোগ ওঠে।
পুতিন বলেন, ‘আমার মনে হয়, তিনি এখন নিরাপদ নন। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে নানা ধরনের ঘটনা ঘটেছে। আমি মনে করি, তিনি (ট্রাম্প) বুদ্ধিমান, এবং আশা করি তিনি এ বিষয়টি বুঝবেন এবং সতর্ক থাকবেন।’
সব সময় নিজেকে সুরক্ষিত পরিমণ্ডলে রাখা পুতিন আরও বলেন, ট্রাম্পের পরিবার ও সন্তানদের নিয়ে নির্বাচনী প্রতিপক্ষের সমালোচনা দেখে অবাক হয়েছিলেন তিনি। এ ধরনের আচরণকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করে পুতিন বলেন, এমন আচরণ রাশিয়ার দুর্বৃত্তরাও করে না!
কিয়েভকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে রাশিয়ায় আঘাত হানতে অনুমতি দিয়ে ইউক্রেন যুদ্ধ তীব্রতর করে তুলেছে বাইডেন প্রশাসন। এ সিদ্ধান্ত নিয়ে পুতিন বলেন, এটি হলো ট্রাম্পকে সহায়তা না করার একটা কৌশল, আর না হলে প্রশাসনে আসার পর রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক কঠিন করে তোলার পন্থা।
পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্প ‘সমাধান খুঁজে পাবেন’। মস্কো আলোচনার জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ট্রাম্প একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ। তাঁকে হত্যাচেষ্টা হয়েছে। তাঁর নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।
গতকাল বৃহস্পতিবার কাজাখস্তানে এক সম্মেলনে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণায় যা হয়েছিল তা দেখে তিনি অবাক হয়েছিলাম! ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ‘অসামাজিক’ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে হত্যাচেষ্টাও ছিল।
গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারকালে গুলিতে আহত হন ট্রাম্প। এরপর গত সেপ্টেম্বরে ট্রাম্পকে হত্যার চেষ্টায় তাঁর ফ্লোরিডার একটি গলফ কোর্সে রাইফেল নিয়ে অবস্থান করেছিলেন এক ব্যক্তি—এমন অভিযোগ ওঠে।
পুতিন বলেন, ‘আমার মনে হয়, তিনি এখন নিরাপদ নন। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে নানা ধরনের ঘটনা ঘটেছে। আমি মনে করি, তিনি (ট্রাম্প) বুদ্ধিমান, এবং আশা করি তিনি এ বিষয়টি বুঝবেন এবং সতর্ক থাকবেন।’
সব সময় নিজেকে সুরক্ষিত পরিমণ্ডলে রাখা পুতিন আরও বলেন, ট্রাম্পের পরিবার ও সন্তানদের নিয়ে নির্বাচনী প্রতিপক্ষের সমালোচনা দেখে অবাক হয়েছিলেন তিনি। এ ধরনের আচরণকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করে পুতিন বলেন, এমন আচরণ রাশিয়ার দুর্বৃত্তরাও করে না!
কিয়েভকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে রাশিয়ায় আঘাত হানতে অনুমতি দিয়ে ইউক্রেন যুদ্ধ তীব্রতর করে তুলেছে বাইডেন প্রশাসন। এ সিদ্ধান্ত নিয়ে পুতিন বলেন, এটি হলো ট্রাম্পকে সহায়তা না করার একটা কৌশল, আর না হলে প্রশাসনে আসার পর রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক কঠিন করে তোলার পন্থা।
পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্প ‘সমাধান খুঁজে পাবেন’। মস্কো আলোচনার জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
৩ ঘণ্টা আগে