Ajker Patrika

চীনের হয়ে উইঘুরদের ওপর নজরদারি, তুরস্কে আটক ৬

অনলাইন ডেস্ক
Thumbnail image

চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তুরস্কের উইঘুরদের ওপর নজরদারি করার সন্দেহে ছয়জনকে আটক করেছে তুরস্ক। এ ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে খুঁজছে দেশটির পুলিশ। আজ মঙ্গলবার তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইস্তাম্বুলের আদালত বলেছেন, সাতজন ব্যক্তি তুরস্কে অবস্থিত উইঘুর সম্প্রদায়ের নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ও তাঁদের সঙ্গে সম্পর্কিতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। 

তবে এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। 

তুরস্কে প্রায় ৫০ হাজার উইঘুরের বাস। মধ্য এশিয়ার বাইরে তুরস্কেই সবচেয়ে বেশি উইঘুর ডায়াসপোরা রয়েছে। উইঘুরদের সঙ্গে জাতিগত, ধর্মীয় ও ভাষাগত দিক থেকে তুরস্কের বেশ মিল রয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ সম্প্রদায়ের বেশির ভাগ মানুষ তুর্কি ভাষায় কথা বলেন।

উইঘুর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কারণে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত হয়েছে বেইজিং। তুরস্কে অবস্থিত চীনা দূতাবাস এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি। 

গত মাসে তুরস্কে বসবাসরত ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করার কারণে ও ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্য সন্দেহে ৩৪ জনকে আটক করে তুরস্ক কর্তৃপক্ষ। এরপর থেকে এমআইটির গোয়েন্দা সংস্থা তুরস্কে সন্দেহভাজন মোসাদ এজেন্টদের বিরুদ্ধে আরও অভিযান চালিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত