আজকের পত্রিকা ডেস্ক
চায়না ইস্টার্ন এয়ারলাইনস সম্প্রতি সাংহাই থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের মধ্যে নতুন রুট চালুর ঘোষণা দিয়েছে। এই রুটকে তারা ‘বিশ্বের দীর্ঘতম সরাসরি ফ্লাইট’ হিসেবে আখ্যা দিয়েছে। ডিসেম্বরের ৪ তারিখ থেকে চালু হওয়া এই রুটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান সপ্তাহে দুবার পরিচালিত হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সিএনএন জানিয়েছে, সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে বুয়েনস এইরেসের মন্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাতে সময় লাগবে প্রায় ২৫ ঘণ্টা ৩০ মিনিট। তবে ফেরার পথে সময় আরও দীর্ঘ হবে—মোট ২৯ ঘণ্টা। এটিকে ‘সরাসরি ফ্লাইট’ বলা হলেও বাস্তবে এই ফ্লাইট নিউজিল্যান্ডের অকল্যান্ডে মাত্র দুই ঘণ্টার একটি বিরতি নেবে। যাত্রীরা চাইলে ওই সময়ে বিমানের বাইরে বের হতে পারবেন। ফলে এটি সরাসরি হলেও আসলে ‘বিরামহীন’ নয়।
এর আগে ‘সবচেয়ে দীর্ঘ ফ্লাইট’-এর দাবি করেছে বিভিন্ন এয়ারলাইনস। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এই রেকর্ড আসলে সিঙ্গাপুর এয়ারলাইনসের হাতে। তাদের সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক পর্যন্ত ‘বিরামহীন’ ফ্লাইট ১৫ হাজার ৩৪৯ কিলোমিটার পথ অতিক্রম করে এবং এতে সময় লাগে ১৮ ঘণ্টার বেশি।
চায়না ইস্টার্ন জানিয়েছে, সাংহাই থেকে বুয়েনস এইরেস রুট হবে বিশ্বের প্রথম বাণিজ্যিক রুট, যা দুটি অ্যান্টিপোডাল শহর—অর্থাৎ পৃথিবীর বিপরীত প্রান্তের শহরকে যুক্ত করবে। এ জন্য তারা অস্বাভাবিক এক দক্ষিণমুখী রুট বেছে নিয়েছে, যা অ্যান্টার্কটিকার কাছাকাছি সমুদ্রপথে যাবে। এতে অন্তত চার ঘণ্টা সময় বাঁচবে বলে দাবি সংস্থাটির।
এয়ারলাইনসটির মতে, এই রুটকে ‘এয়ার সিল্ক রোড’-এর নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা এশিয়া-প্যাসিফিক ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগকে জোরদার করবে। বর্তমানে সাংহাই থেকে বুয়েনস এইরেস যাওয়ার দ্রুততম ফ্লাইট এয়ার ফ্রান্স ও নেদারল্যান্ডসের লুফথানসা পরিচালনা করে। প্যারিস বা আমস্টারডামে ট্রানজিটসহ ওই ফ্লাইটগুলোর সময় লাগে প্রায় ৩১ ঘণ্টা।
তবে প্রতিযোগিতা তীব্র। অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইনস তাদের ‘প্রজেক্ট সানরাইজ’ পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর লক্ষ্য হলো সিডনি থেকে লন্ডন পর্যন্ত প্রায় ১০ হাজার মাইল নন-স্টপ ফ্লাইট চালু করা। তাই ‘সবচেয়ে দীর্ঘ ফ্লাইট’ খেতাব কার হাতে থাকবে, সেই প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইনস সম্প্রতি সাংহাই থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের মধ্যে নতুন রুট চালুর ঘোষণা দিয়েছে। এই রুটকে তারা ‘বিশ্বের দীর্ঘতম সরাসরি ফ্লাইট’ হিসেবে আখ্যা দিয়েছে। ডিসেম্বরের ৪ তারিখ থেকে চালু হওয়া এই রুটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান সপ্তাহে দুবার পরিচালিত হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সিএনএন জানিয়েছে, সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে বুয়েনস এইরেসের মন্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাতে সময় লাগবে প্রায় ২৫ ঘণ্টা ৩০ মিনিট। তবে ফেরার পথে সময় আরও দীর্ঘ হবে—মোট ২৯ ঘণ্টা। এটিকে ‘সরাসরি ফ্লাইট’ বলা হলেও বাস্তবে এই ফ্লাইট নিউজিল্যান্ডের অকল্যান্ডে মাত্র দুই ঘণ্টার একটি বিরতি নেবে। যাত্রীরা চাইলে ওই সময়ে বিমানের বাইরে বের হতে পারবেন। ফলে এটি সরাসরি হলেও আসলে ‘বিরামহীন’ নয়।
এর আগে ‘সবচেয়ে দীর্ঘ ফ্লাইট’-এর দাবি করেছে বিভিন্ন এয়ারলাইনস। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এই রেকর্ড আসলে সিঙ্গাপুর এয়ারলাইনসের হাতে। তাদের সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক পর্যন্ত ‘বিরামহীন’ ফ্লাইট ১৫ হাজার ৩৪৯ কিলোমিটার পথ অতিক্রম করে এবং এতে সময় লাগে ১৮ ঘণ্টার বেশি।
চায়না ইস্টার্ন জানিয়েছে, সাংহাই থেকে বুয়েনস এইরেস রুট হবে বিশ্বের প্রথম বাণিজ্যিক রুট, যা দুটি অ্যান্টিপোডাল শহর—অর্থাৎ পৃথিবীর বিপরীত প্রান্তের শহরকে যুক্ত করবে। এ জন্য তারা অস্বাভাবিক এক দক্ষিণমুখী রুট বেছে নিয়েছে, যা অ্যান্টার্কটিকার কাছাকাছি সমুদ্রপথে যাবে। এতে অন্তত চার ঘণ্টা সময় বাঁচবে বলে দাবি সংস্থাটির।
এয়ারলাইনসটির মতে, এই রুটকে ‘এয়ার সিল্ক রোড’-এর নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা এশিয়া-প্যাসিফিক ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগকে জোরদার করবে। বর্তমানে সাংহাই থেকে বুয়েনস এইরেস যাওয়ার দ্রুততম ফ্লাইট এয়ার ফ্রান্স ও নেদারল্যান্ডসের লুফথানসা পরিচালনা করে। প্যারিস বা আমস্টারডামে ট্রানজিটসহ ওই ফ্লাইটগুলোর সময় লাগে প্রায় ৩১ ঘণ্টা।
তবে প্রতিযোগিতা তীব্র। অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইনস তাদের ‘প্রজেক্ট সানরাইজ’ পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর লক্ষ্য হলো সিডনি থেকে লন্ডন পর্যন্ত প্রায় ১০ হাজার মাইল নন-স্টপ ফ্লাইট চালু করা। তাই ‘সবচেয়ে দীর্ঘ ফ্লাইট’ খেতাব কার হাতে থাকবে, সেই প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে।
মাদাগাস্কারের সামরিক বাহিনী দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় রেডিওতে ঘোষণা দিয়েছেন সেনা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা। জেন-জি আন্দোলনের জের ধরে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রজুয়েলিনা দেশ ত্যাগ করার পর এই ঘোষণা এসেছে।
১ ঘণ্টা আগেগাজা ও মিসরের মধ্যে অবস্থিত রাফাহ সীমান্ত ক্রসিং দিয়েই মূলত গাজায় মানবিক সহায়তা পাঠানো হয়। কিন্তু এই ক্রসিং এখনো খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবাহ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেমিসরে অনুষ্ঠিত গাজা সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে দেখে ‘বিউটিফুল’ বা ‘সুন্দরী’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত ওই সম্মেলনের মঞ্চে একমাত্র নারী নেতা হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি।
৩ ঘণ্টা আগেভারতের পুনে শহরে পুলিশি তৎপরতায় উদ্ধার হলেন দুই বাংলাদেশি তরুণী। উদ্ধারের আগে এদের মধ্যে একজন সরাসরি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানিয়েছিলেন, শহরের কাত্রজ এলাকায় তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে।
৪ ঘণ্টা আগে