Ajker Patrika

তাইওয়ান প্রণালিতে ব্রিটিশ রণতরী, চীনের নিন্দা

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভিয়েতনাম যাওয়ার পথে সংবেদনশীল তাইওয়ান প্রণালি পার হয়ে গেছে একটি ব্রিটিশ রণতরী। আজ সোমবার রণতরীর কর্তৃপক্ষের এক টুইট বার্তা থেকে এ তথ্য জানা যায়। তবে তাইওয়ান বলছে, এ ব্যাপারে তারা কিছুই জানে না। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। 

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। এ জন্য তারা সামরিক চাপও বাড়িয়েছে। তাই এ অঞ্চলে প্রতি মাসে মার্কিন যুদ্ধজাহাজের যাতায়াত মেনে নিতে পারছে না বেইজিং। ব্রিটিশ রণতরী যাতায়াত করার ফলে আবারও ক্ষুব্ধ হয়েছে চীন। তবে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং জানান, এখানে ব্রিটিশ কোনো মিশন রয়েছে এমন তথ্য তার কাছে নেই। 

এদিকে, চীনকে প্রতিহত করতে আরও আধুনিক অস্ত্র দরকার বলে মন্তব্য করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। কেননা দেশটিতে হামলা করার জন্য নিজেদের আরও প্রস্তুত করছে চীন। হামলা রুখতে এরই মধ্যে প্রশিক্ষণ দিচ্ছে তাইওয়ান। প্রতিরক্ষা বিভাগে নতুন অস্ত্র যুক্ত করতে আগামী ৫ বছরের জন্য অতিরিক্ত ৯০০ বিলিয়ন ডলার ব্যয় করবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত