Ajker Patrika

বোয়িংয়ের ২২৩ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত করল চীন

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৮: ১১
বোয়িংয়ের ২২৩ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত করল চীন

চীনের ইস্টার্ন এয়ারলাইনস এবং এর সহযোগী বিমান পরিবহন সংস্থাগুলো বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ২২৩টি বিমানের উড্ডয়ন আপাতত স্থগিত রেখেছে। গত সপ্তাহের এক দুর্ঘটনায় ইস্টার্ন এয়ারলাইনসের একটি বোয়িং বিমান ১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়ার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইস্টার্ন এয়ারলাইনসের মুখপাত্র লিউ জিয়াওডং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইস্টার্ন এয়ারলাইনস ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো অস্থায়ীভাবে ২২৩টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানের উড্ডয়ন স্থগিত করেছে। ওই বিমানগুলো যাতে নিরাপদে উড়তে পারে তা নিশ্চিত করতেপরিদর্শন ও রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে।’ 

ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট ৫৭৩৫ চীনের দক্ষিণাঞ্চলের একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানটি ১৩২ জন যাত্রী নিয়ে কুনমিং থেকে গুয়াংজুতে যাচ্ছিল। বিগত এক দশকের মধ্যে এটিই চীনের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। 

এদিকে গত বুধবার দুর্ঘটনাস্থলে তিন দিন অনুসন্ধান চালিয়েও কাউকে জীবিত উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন চীনা তদন্তকারীরা। 

তাঁরা আরও জানিয়েছেন, সোমবারের দুর্ঘটনার কারণ এখনো নির্ণয় করা যায়নি। তবে বুধবার বিমানের ককপিট ভয়েস রেকর্ডার খুঁজে পাওয়ার পর ঘটনাটি কীভাবে ঘটেছিল সে বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন তাঁরা। 

এদিকে বিমানেরে দুটি ‘ব্ল্যাক বক্স’-এর মধ্যে একটি খুঁজে পাওয়া গেলেও আরেকটি এখনো খুঁজে পাননি তদন্তকারীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত