Ajker Patrika

স্বাস্থ্যগত কারণ ছাড়া গর্ভপাত নিষিদ্ধ করল চীন

অনলাইন ডেস্ক
Thumbnail image

স্বাস্থ্যগত কারণ ছাড়া গর্ভপাত নিষিদ্ধ করেছে চীন। দেশটির মন্ত্রিসভার বিবৃতির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গর্ভপাত নারীস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি নারীদের দেহে নেতিবাচক প্রভাব ফেলে। এ জন্য ২০১৮ সাল থেকে এ বিষয়ে কঠোর হওয়া শুরু করে চীন। 

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য বলছে, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনে গর্ভপাত করিয়েছেন ৯০ লাখ ৭০ হাজার নারী, যা তার আগের চার বছরের মোট গর্ভপাতের তুলনায় ৫১ শতাংশ বেশি। তবে এসব গর্ভপাতের মধ্যে স্বাস্থ্যগত কারণে কতজন নারী গর্ভপাত করিয়েছেন, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। 

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ চীন। তবে গত কয়েক দশক ধরে দেশটিতে জন্মহার নিম্নমুখী। এর মধ্যে ২০১১ থেকে ২০২০ সালে চীনে সন্তান জন্মহার ছিল সবচেয়ে কম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত