Ajker Patrika

ইসলাম অবমাননার দায়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষু কারাগারে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭: ২৭
Thumbnail image

শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর দায়ে প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাত্তে জ্ঞানসারা চার বছরের কঠোর শ্রমের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বৃহস্পতিবার কলম্বো হাইকোর্ট এই সাজা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

কলম্বো হাইকোর্ট বলেছে, গালাগোদাত্তে জ্ঞানসারা ২০১৬ সালের একটি সংবাদ সম্মেলনে ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মুসলিম জনগোষ্ঠীকে আঘাত করেছেন। আদালত বলেছেন, বৌদ্ধ ভিক্ষুকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সাজা শুরু করার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কায় মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে জ্ঞানসারার বিরুদ্ধে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখ। সেখানে মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম। 

মিয়ানমারের চরমপন্থী বৌদ্ধ ভিক্ষু উইরাথুর সঙ্গে গালাগোদাত্তে জ্ঞানসারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উইরাথুর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে, তিনি বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যে মিয়ানমারে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়নকে সমর্থন করেছেন। 

শ্রীলঙ্কায় একসময় রাজনৈতিকভাবে প্রভাবশালী থাকা ব্যক্তিদের মধ্যে কারাগারে যাওয়ার তালিকায় জ্ঞানসারাই প্রথম ব্যক্তি নন। 

একজন নিখোঁজ কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানো এবং আদালত অবমাননার দায়ে ২০১৮ সালে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল জ্ঞানসারাকে। কিন্তু শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তাকে ক্ষমা করলে নয় মাস কারাভোগের পরেই তিনি মুক্তি পান। 

এরপর প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে আইনি সংস্কারের সুপারিশ করার জন্য জ্ঞানসারাকে একটি প্যানেলের প্রধান করেছিলেন। সে সময়ে বিরোধী দলীয় আইনপ্রণেতা শানাকিয়ান রাসামানিকম জ্ঞানসারার সেই কমিটিকে ‘উপহাসের নিদর্শন’ হিসেবে বর্ণনা করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত