Ajker Patrika

একটি মাত্র ছবি আছে তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদার

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২০: ৩৫
একটি মাত্র ছবি আছে তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদার

আফগানিস্তানে তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হবেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা। তালেবানের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। তবে তালেবানের এই শীর্ষ নেতার একটি মাত্র ছবি রয়েছে। পাশাপাশি জনসম্মুখেও কখনো আসেননি আখুন্দজাদা।

২০১৬ সাল থেকে তালেবানের প্রধানের দায়িত্ব পালন করছেন আখুন্দজাদা। তালেবান শীর্ষ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদার তিনজন সহকারী রয়েছেন। তাঁরা হলেন মোল্লা ওমরের ছেলে মৌলভি ইয়াকুব, সিরাজউদ্দিন হাক্কানি, যিনি হাক্কানি নেটওয়ার্কের নেতৃত্বে রয়েছেন এবং আবদুল গনি বেরাদর, যাঁর নেতৃত্বে রয়েছে দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়। 

হায়বাতুল্লাহ আখুন্দজাদা তেমন পরিচিত ছিলেন না। এর আগে তিনি বার্ষিক ভিত্তিতে বার্তা দেওয়াও সীমিত করে ফেলেন। নিজের অবস্থান সম্পর্কে কোনো  তথ্য প্রকাশ করেননি তিনি। তালেবান এ যাবৎকালে তার একটিমাত্র ছবিই প্রকাশ করেছে। হায়বাতুল্লাহ আখুন্দজাদাকে কখনো প্রকাশেও দেখা যায়নি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, তালেবানদের কাছে আখুন্দজাদা ভরসাস্থল। এ গ্রুপটির শীর্ষ প্রধানদের হত্যার পর জিহাদি আন্দোলনকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি। ক্ষমতার দ্বন্দ্বে একপর্যায়ে এই গ্রুপটির মধ্যে দেখা দিয়েছিল তিক্ততা, বিভক্তি। যখন তাঁর পূর্বসূরীদের হত্যা করা হয় তখন তালেবানে একের পর এক আঘাত আসতে থাকে। এমন এক কঠিন পরিস্থিতিতে তালেবানের দায়িত্ব গ্রহণ করেন আখুন্দজাদা। 

তাঁর বিষয়ে কাছে জানতে চাইলে তালেবানের মুখপাত্র বলেন, আল্লাহ চাইলে আপনারা তাঁকে দেখতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত