নেপালের একটি ২৩ হাজার ৭৩০ ফুট উঁচু চূড়া থেকে নামার সময় একজন নেতৃস্থানীয় স্লোভাক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বিবিসি জানিয়েছে, হিমালয়ের ল্যাংটাং লিরুং পর্বতে আরোহণ করেছিলেন স্লোভাক পর্বতারোহী অন্দ্রেজ হুসেরকা। এর মধ্য দিয়ে ওই পর্বতের পূর্বপাশ দিয়ে চূড়ায় ওঠার বিরল কীর্তি গড়েছিলেন তিনি। কিন্তু নামার সময়ই ঘটে দুর্ঘটনা। তিনি একটি ক্রেভাস বা অনেক গভীর একটি খাদে পড়ে গিয়েছিলেন।
৩৪ বছর বয়সী এই পর্বতারোহী এর আগে আল্পস, প্যাটাগোনিয়া এবং পামির মালভূমির পর্বতমালায় আরোহণ করেছিলেন। পর্বতারোহী হিসেবে স্লোভাকিয়ায় তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
হিমালয়ের ল্যাংটাং লিরুং পর্বতে আরোহণের সময় অন্দ্রেজের সঙ্গী ছিলেন চেক পর্বতারোহী মারেক হোলেসেক। ল্যাংটাং লিরুংয়ের ভয়ংকর পূর্বপাশ জয়ের পর মারেক ফিরে আসলেও ফিরতে পারেননি অন্দ্রেজ।
মারেক জানান, পর্বতের দেয়াল বেয়ে নামার সময় অন্দ্রজের দড়ি ছিঁড়ে গিয়েছিল। এতে তিনি অনেক গভীর একটি বরফের খাদের মধ্যে পড়ে যান।
সঙ্গীকে হারিয়ে বেসক্যাম্পে একা ফিরে এসে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন মারেক। অন্দ্রেজের চিৎকার শুনে তাঁকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন তিনি। মারেক লিখেছেন, ‘আমি তাঁর কাছে গিয়েছিলাম এবং তাঁর প্রাণ চলে যাওয়ার আগ পর্যন্ত চার ঘণ্টা তাঁর সঙ্গে ছিলাম।’
আহত অবস্থায় অন্দ্রেজকে প্রথমে বরফের নিচ থেকে টেনে বের করার পরই মারেক বুঝতে পেরেছিলেন তাঁর সঙ্গী পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। মারেক লিখেছেন, ‘আমার বাহুতে মাথা রাখার পরই তাঁর জীবনপ্রদীপ নিভে যেতে শুরু করেছিল।’
স্লোভাক পর্বতারোহীদের সমিতি ‘এসএইচএস জেমস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালের প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে এই সংগঠনটি বলেছে, ‘মারেক হোলেসেকের একটি ফোন কল এবং তাঁর ফেসবুক স্ট্যাটাস এবং ল্যাংটাং লিরুংয়ের প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পরিবার এবং বন্ধুদের এই সত্যটি মেনে নিতে হবে যে, অন্দ্রেজ আর আমাদের মাঝে নেই।’
জানা গেছে, ল্যাংটাং লিরুং হিমালয়ের খুবই বিপজ্জনক একটি পর্বত। নেপালি শেরপারা প্রায় সময় এই পর্বতকে ‘কিলার মাউন্টেন’ বলে বর্ণনা করেন। অসংখ্য মানুষ এই পর্বতে আরোহণ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং দুঃখজনকভাবে অন্দ্রেজ সহ অনেকেই সেখানে প্রাণ হারিয়েছেন।
নিহত অন্দ্রেজ হুসেরকা ২০১১ সালে স্লোভাকিয়ার জাতীয় আলপিনিজম দলে যোগ দিয়েছিলেন। তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে উল্লেখ আছে, তিনি অন্তত ৬ বার এসএইচএস জেমস-এর বিচারে বছরের সেরা আরোহণের পুরস্কার জিতেছেন। এক দশকের পর্বতারোহণ ক্যারিয়ার তিনি সারা বিশ্ব জুড়ে পর্বতারোহণ করেছেন।
নেপালের একটি ২৩ হাজার ৭৩০ ফুট উঁচু চূড়া থেকে নামার সময় একজন নেতৃস্থানীয় স্লোভাক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বিবিসি জানিয়েছে, হিমালয়ের ল্যাংটাং লিরুং পর্বতে আরোহণ করেছিলেন স্লোভাক পর্বতারোহী অন্দ্রেজ হুসেরকা। এর মধ্য দিয়ে ওই পর্বতের পূর্বপাশ দিয়ে চূড়ায় ওঠার বিরল কীর্তি গড়েছিলেন তিনি। কিন্তু নামার সময়ই ঘটে দুর্ঘটনা। তিনি একটি ক্রেভাস বা অনেক গভীর একটি খাদে পড়ে গিয়েছিলেন।
৩৪ বছর বয়সী এই পর্বতারোহী এর আগে আল্পস, প্যাটাগোনিয়া এবং পামির মালভূমির পর্বতমালায় আরোহণ করেছিলেন। পর্বতারোহী হিসেবে স্লোভাকিয়ায় তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
হিমালয়ের ল্যাংটাং লিরুং পর্বতে আরোহণের সময় অন্দ্রেজের সঙ্গী ছিলেন চেক পর্বতারোহী মারেক হোলেসেক। ল্যাংটাং লিরুংয়ের ভয়ংকর পূর্বপাশ জয়ের পর মারেক ফিরে আসলেও ফিরতে পারেননি অন্দ্রেজ।
মারেক জানান, পর্বতের দেয়াল বেয়ে নামার সময় অন্দ্রজের দড়ি ছিঁড়ে গিয়েছিল। এতে তিনি অনেক গভীর একটি বরফের খাদের মধ্যে পড়ে যান।
সঙ্গীকে হারিয়ে বেসক্যাম্পে একা ফিরে এসে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন মারেক। অন্দ্রেজের চিৎকার শুনে তাঁকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন তিনি। মারেক লিখেছেন, ‘আমি তাঁর কাছে গিয়েছিলাম এবং তাঁর প্রাণ চলে যাওয়ার আগ পর্যন্ত চার ঘণ্টা তাঁর সঙ্গে ছিলাম।’
আহত অবস্থায় অন্দ্রেজকে প্রথমে বরফের নিচ থেকে টেনে বের করার পরই মারেক বুঝতে পেরেছিলেন তাঁর সঙ্গী পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। মারেক লিখেছেন, ‘আমার বাহুতে মাথা রাখার পরই তাঁর জীবনপ্রদীপ নিভে যেতে শুরু করেছিল।’
স্লোভাক পর্বতারোহীদের সমিতি ‘এসএইচএস জেমস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালের প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে এই সংগঠনটি বলেছে, ‘মারেক হোলেসেকের একটি ফোন কল এবং তাঁর ফেসবুক স্ট্যাটাস এবং ল্যাংটাং লিরুংয়ের প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পরিবার এবং বন্ধুদের এই সত্যটি মেনে নিতে হবে যে, অন্দ্রেজ আর আমাদের মাঝে নেই।’
জানা গেছে, ল্যাংটাং লিরুং হিমালয়ের খুবই বিপজ্জনক একটি পর্বত। নেপালি শেরপারা প্রায় সময় এই পর্বতকে ‘কিলার মাউন্টেন’ বলে বর্ণনা করেন। অসংখ্য মানুষ এই পর্বতে আরোহণ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং দুঃখজনকভাবে অন্দ্রেজ সহ অনেকেই সেখানে প্রাণ হারিয়েছেন।
নিহত অন্দ্রেজ হুসেরকা ২০১১ সালে স্লোভাকিয়ার জাতীয় আলপিনিজম দলে যোগ দিয়েছিলেন। তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে উল্লেখ আছে, তিনি অন্তত ৬ বার এসএইচএস জেমস-এর বিচারে বছরের সেরা আরোহণের পুরস্কার জিতেছেন। এক দশকের পর্বতারোহণ ক্যারিয়ার তিনি সারা বিশ্ব জুড়ে পর্বতারোহণ করেছেন।
ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক ইতালির রোমে অনুষ্ঠিত হবে। আলোচনার স্থান নিয়ে প্রাথমিকভাবে বিভ্রান্তির পর গতকাল বুধবার ইরান এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানানো হয় তথ্যটি।
২৫ মিনিট আগেরুশ সেনাবাহিনীর সদস্যের খাদ্য-রসদ সরবরাহের জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া একটি মার্কিন কোম্পানিকে ব্যবহার করার পরিকল্পনা করেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের কাছে আস এই সংক্রান্ত পরিকল্পনার এক নথি থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেজিম্মিদের ফিরে না পাওয়া পর্যন্ত গাজায় অবরোধ অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের জাফরান শিল্পের কেন্দ্র কাশ্মীরের এই অঞ্চলটি। ইরান আর আফগানিস্তানের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী এলাকা এটি। পামপুরে উৎপাদিত জাফরানে ক্রোসিনের (জাফরান ফুলের কেশরের রং ও অ্যান্টিঅক্সিডেন্ট মান নির্ধারণ করে এই উপাদান। ক্রোসিনের পরিমাণ যত বেশি, গুণমান তত ভালো) পরিমাণ...
৩ ঘণ্টা আগে