Ajker Patrika

গাজায় নিহতের সংখ্যা ২১২, যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

গাজায় নিহতের সংখ্যা ২১২, যুদ্ধবিরতির আহ্বান  বাইডেনের

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। । গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সংঘর্ষ ‍শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২১২ জন।

নিহতদের মধ্যে ৬১ জন শিশু ও ৩৬ জন নারী আছেন। এছাড়া সেখানে আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজারেরও বেশি।

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলা এই সংঘাতের উত্তেজনা ছড়িয়েছে লেবাননেও। গতকাল সোমবার মধ্যরাতের পর ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ৬টি গোলা (শেল) ছুঁড়েছে লেবাননের হিজবুল্লাহ গেরিলা বাহিনী। এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করেছে।
এদিকে গাজা সংঘাত নিয়ে গতকাল সোমবার তৃতীয়বারের মতো ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফোনালাপে হামাসের বিরুদ্ধে চলমান সংঘাতে ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করে গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের নবম দিন আজ। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, গত ১০ মে থেকে এখন পর্যন্ত ইসরায়েলে দেড় হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। জাতিসংঘ জানিয়েছে, অব্যাহতভাবে অপরাধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত