কলকাতা প্রতিনিধি
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য বিরোধী নেতাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে লখিমপুর খেরিতে। সেখানে ১৪৪ ধারা জারি হয়েছে।
গতকাল সেখানে আন্দোলনরত কৃষকদের ওপর দিয়ে দ্রুতবেগে চলে যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের কনভয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। পরে সংঘর্ষে মৃত্যু হয় আরও ৮ জনের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর কনভয় রোখার কর্মসূচি নিয়েছিলেন আন্দোলনকারীরা। অভিযোগ অজয় মিশ্রের ছেলে আকাশই গাড়ি চালিয়ে নিয়ে যান কৃষকদের ওপর দিয়ে।
ঘটনার পর আকাশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, তাঁর ছেলে নির্দোষ। উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। উত্তর প্রদেশের এই ঘটনার প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছে। কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ জড়ো হতে শুরু করেছে উত্তর প্রদেশে।
গতকাল রাতেই ঘটনাস্থলে পোঁছাতে চেয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা। কিন্তু তাঁকে বহুবার বাধা দেওয়ার পর আটক করে ইউপি পুলিশ।
সামাজিক গণমাধ্যমে প্রিয়াঙ্কা লেখেন, 'এ দেশ বিজেপির নয়, কৃষকদের দেশ। লখিমপুর যাচ্ছি বলে কোনও অপরাধ করছি না আমি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চাই। আমাকে থামানো হচ্ছে কেন?'
প্রিয়াঙ্কাকে আটকের খবর পেয়ে রাহুল লেখেন, 'আমি জানি তুমি পিছু হঠবে না। তোমার হিম্মত দেখে ওরা (বিজেপি) ভয় পেয়েছে। অহিংস আন্দোলনের মাধ্য দেশের অন্নদাতাদের জয় নিশ্চিত করবোই।'
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও প্রতিবাদ জানান। তিনি লেখেন, 'লখিমপুর খেরির বর্বরোচিত ঘটনার আমি তীব্র বিরোধিতা করছি। কৃষকদের প্রতি বিজেপি-র উদাসীন মনোভাব আমাকে গভীর যন্ত্রণা দিয়েছে।'
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেখানকার বিরোধী দলনেতা অখিলেশ যাদব। নিহতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হয়নি তাঁকেও। প্রতিবাদে তিনি রাজধানী লখনৌতে নিজের বাড়ির সামনেই ধর্ণায় বসেন।
সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে এ ধরনের ঘটনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যরাজের বিরুদ্ধে মানুষকে আরও ক্ষিপ্ত করে তুলেছে।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য বিরোধী নেতাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে লখিমপুর খেরিতে। সেখানে ১৪৪ ধারা জারি হয়েছে।
গতকাল সেখানে আন্দোলনরত কৃষকদের ওপর দিয়ে দ্রুতবেগে চলে যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের কনভয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। পরে সংঘর্ষে মৃত্যু হয় আরও ৮ জনের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর কনভয় রোখার কর্মসূচি নিয়েছিলেন আন্দোলনকারীরা। অভিযোগ অজয় মিশ্রের ছেলে আকাশই গাড়ি চালিয়ে নিয়ে যান কৃষকদের ওপর দিয়ে।
ঘটনার পর আকাশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, তাঁর ছেলে নির্দোষ। উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। উত্তর প্রদেশের এই ঘটনার প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছে। কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ জড়ো হতে শুরু করেছে উত্তর প্রদেশে।
গতকাল রাতেই ঘটনাস্থলে পোঁছাতে চেয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা। কিন্তু তাঁকে বহুবার বাধা দেওয়ার পর আটক করে ইউপি পুলিশ।
সামাজিক গণমাধ্যমে প্রিয়াঙ্কা লেখেন, 'এ দেশ বিজেপির নয়, কৃষকদের দেশ। লখিমপুর যাচ্ছি বলে কোনও অপরাধ করছি না আমি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চাই। আমাকে থামানো হচ্ছে কেন?'
প্রিয়াঙ্কাকে আটকের খবর পেয়ে রাহুল লেখেন, 'আমি জানি তুমি পিছু হঠবে না। তোমার হিম্মত দেখে ওরা (বিজেপি) ভয় পেয়েছে। অহিংস আন্দোলনের মাধ্য দেশের অন্নদাতাদের জয় নিশ্চিত করবোই।'
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও প্রতিবাদ জানান। তিনি লেখেন, 'লখিমপুর খেরির বর্বরোচিত ঘটনার আমি তীব্র বিরোধিতা করছি। কৃষকদের প্রতি বিজেপি-র উদাসীন মনোভাব আমাকে গভীর যন্ত্রণা দিয়েছে।'
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেখানকার বিরোধী দলনেতা অখিলেশ যাদব। নিহতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হয়নি তাঁকেও। প্রতিবাদে তিনি রাজধানী লখনৌতে নিজের বাড়ির সামনেই ধর্ণায় বসেন।
সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে এ ধরনের ঘটনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যরাজের বিরুদ্ধে মানুষকে আরও ক্ষিপ্ত করে তুলেছে।
ভারতীয় ভোটার ও আধার কার্ড ২৮ বছর বয়সী শান্তা পেলেন কীভাবে, তা খতিয়ে দেখছেন পুলিশের কর্মকর্তারা। একই সঙ্গে তাঁর বন্ধু বাংলাদেশি নাগরিক সুমন চন্দ্রশীলের বিষয়েও তদন্ত করা হচ্ছে; যাঁর নাম জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে। অর্থের বিনিময়ে অন্য কোনো দেশে শান্তা তথ্য সরবরাহ করেছিলেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে
১ ঘণ্টা আগেভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে মাঝ আকাশে এক যাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় আরেক যাত্রী তাঁকে চড় মারেন। ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, আতঙ্কিত হওয়া ব্যক্তির পরিবার তাঁকে শনাক্ত করে এবং জানায় যে তিনি নিখোঁজ।
১ ঘণ্টা আগেগাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই দিনের ব্যবধানে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
৩ ঘণ্টা আগেইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল শুক্রবার শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে