Ajker Patrika

বঙ্গোপসাগরে নিখোঁজ মালয়েশিয়ার নাবিকের মিলল লাশ 

আপডেট : ১৩ মে ২০২৪, ১৮: ৪৪
বঙ্গোপসাগরে নিখোঁজ মালয়েশিয়ার নাবিকের মিলল লাশ 

চট্টগ্রামে জাহাজের ‘পাইলট লাডার’ (জাহাজ থেকে ওঠা-নামার ঝুলন্ত মই) লাগানোর সময় বঙ্গপোসাগরে পড়ে যাওয়া এক মালয়েশিয় নাবিকের (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১২ মে) উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে। 

মালায়শিয়ার সংবাদমাধ্যম মালায়মেইল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

এর আগে, ওই নাবিক গত বুধবার (৮ মে) ওই নাবিক বঙ্গপোসাগরে পড়ে যান। ন্যাশনাল ইউনিয়ন অব সিফারার্স অব পেনিনসুলার মালয়েশিয়ার (এনইউএসপিএম) নির্বাহী সম্পাদক ইকমল আজম থানারাজ আবদুল্লাহ ৩১ বছর বয়সী ওই নিখোঁজ মালয়েশিয়ান ক্রুর বিষয়টি নিশ্চিত করেন। 

বিষয়টি নিহত নাবিকের পরিবারকে শিগগিরই অবহিত করা হবে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘নিহতের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য বাংলাদেশে রয়েছে। আমি আজ রোববার নিহতের পরিবারের সঙ্গে দেখা করব। তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে”

এর আগে, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইট) নিহতের সহকর্মী ড্যানিয়্যাল ডিডিডি এক পোস্টে জানান, তাঁর সহকর্মী বাংলাদেশের জলসীমায় জাহাজ থেকে পড়ে গেছেন। নিখোঁজ সহকর্মীকে সুস্থাবস্থায় ফিরে পেতে সবার কাছে দোয়া চান। ওই পোস্টের সঙ্গে তিনি ঘটনাস্থলের একটি ভিডিও জুড়ে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত