Ajker Patrika

শ্রীলঙ্কায় পাচার চক্রের খপ্পরে পড়া ১০ বাংলাদেশিকে উদ্ধার

অনলাইন ডেস্ক
মিনুওয়াংগোডার একটি গেস্টহাউসে অভিযানে আটক বাংলাদেশি। ছবি: সংগৃহীত
মিনুওয়াংগোডার একটি গেস্টহাউসে অভিযানে আটক বাংলাদেশি। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মিনুওয়াংগোডা থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে শ্রীলঙ্কার অভিবাসন ও অভিবাসন বিভাগ (ডিআইই)। অন–অ্যারাইভাল ভিসায় (গন্তব্য দেশে পৌঁছানোর পর ভিসা পাওয়া) তাঁরা শ্রীলঙ্কা যান। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করায় আটক করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, তাঁরা একটি আন্তর্জাতিক পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন।

শ্রীলঙ্কার ডেইলি মিরর অনলাইন এক প্রতিবেদনে জানায়, শ্রীলঙ্কার ডিআইই দাবি করেছে, তারা বাংলাদেশি নাগরিকদের ভারত, শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ইউরোপে পাচারের একটি বড় চক্র ভেঙে দিয়েছে। এই অভিযানে ১০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা।

ডিআইই জানায়, তাদের তদন্ত শাখা মিনুওয়াংগোডার একটি গেস্টহাউসে অভিযান চালিয়ে দেখতে পায়, ১০ জন বাংলাদেশি পর্যটক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন।

আটকরা সবাই পুরুষ এবং তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁরা চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ৩০ দিনের অন–অ্যারাইভাল ভিসায় শ্রীলঙ্কায় প্রবেশ করেছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ১৫ দিন ধরে অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন তাঁরা।

আটকের পর তাঁদের ওয়েলিসারা ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। অভিবাসন কর্মকর্তারা জানান, শ্রীলঙ্কার অভিবাসন আইনের বিধান অনুযায়ী নির্বাসনের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন।

ডেইলি মিররকে দেওয়া এক বিবৃতিতে অভিবাসন বিভাগের এক জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দলটি ভারতে ছিল এবং সেখান থেকে শ্রীলঙ্কায় আসে। তাঁদের পরিকল্পনা ছিল দুবাই হয়ে ইউরোপে পাড়ি জমানো।

ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বহু নাগরিক প্রতিবেশী দেশ, যেমন—ভারত, শ্রীলঙ্কা ও দুবাই হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন।

ডিআইই তদন্ত বিভাগ জানিয়েছে, গত বছর তাঁরা ১০৬ জন বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছেন এবং আরও ২৯৪ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত