অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিগত সরকারের আমলের ১৪.৭ বিলিয়ন বা ১ হাজার ৪৭০ কোটি ডলারের বিদেশি ঋণ পুনর্গঠনের চুক্তিতে সায় দিয়েছেন নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার মাত্র দুই দিন আগে আন্তর্জাতিক সার্বভৌম বন্ডধারী ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করেন। দেশটির সাবেক নেতা রনিল বিক্রমাসিংহে।
নির্বাচনে জয়ী হয়ে দিসানায়েকে শর্ত নিয়ে আপত্তি জানিয়ে নমনীয় করার আহ্বান জানান। কিন্তু কলম্বোতে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে দুই দিনের আলোচনার পর অবস্থান পাল্টে পূর্বসূরীর চুক্তির প্রতি সম্মান রাখার কথা জানান।
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘১৯ সেপ্টেম্বর ঘোষিত নীতিগত শর্তেই চুক্তিটিতে অনুমোদন নিশ্চিত করেছে শ্রীলঙ্কা সরকার।’
দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অন্যতম মূল সুপারিশ ঋণ পুনর্বিন্যাস। ২০২২ সালে সবচেয়ে খারাপ সংকটের সময়ে দেশটির অর্থনীতি ৭ দশমিক ৮ শতাংশ হারে হ্রাস পায়।
জুন মাসে দ্বিপক্ষীয় ঋণদাতাদের সঙ্গে ৬০০ কোটি ডলারের সরকারি ঋণ পুনর্বিন্যাসের চুক্তি করে।
এরপর গত ১৯ সেপ্টেম্বর ঘোষিত চুক্তির অধীনে বেসরকারি ঋণদাতারা ঋণের ২৭ শতাংশ কাটছাঁট করতে সম্মত হয়।
শ্রীলঙ্কার কাছে এই ঋণতাদাদের আন্তর্জাতিক সার্বভৌম বন্ড ও বিদেশি বাণিজ্যিক ঋণের অর্ধেকেরও বেশি পাওনা আছে। তাঁরা পাওনা সুদের ১১ শতাংশ মওকুফ করতে সম্মত হয়েছে।
চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে সাড়ে ১২ বিলিয়ন ডলার ও ২ দশমিক ২ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সার্বভৌম বন্ড আছে।
২০২২ সালে বিদেশি ঋণ খেলাপি হওয়ার সময় শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ ছিল ৪৬ বিলিয়ন ডলার। সে সময় দেশটিতে খাদ্য ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানির ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রারও ঘাটতি ছিল। সরকারের অনুমোদিত বন্ড পুনর্গঠন চুক্তি এখন সংসদে পাস হতে হবে।
শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই সংসদ ভেঙে দিয়ে ১৪ নভেম্বর আগাম নির্বাচনের জন্য তফসিল ঘোষণার আহবান জানান।
২১ নভেম্বর সংসদের প্রথম অধিবেশন বসতে চলেছে। অর্থনীতি পুনরুদ্ধারে গত বছর আইএমএফের কাছ থেকে ২৯০ কোটি ডলারের ঋণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কঠোর কৃচ্ছ্রতামূলক পদক্ষেপ অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করে। তবে এর ফলে শ্রীলঙ্কার নিম্ন আয়ের বড় ধরনের অসুবিধায় পড়তে হয়।
সংকটের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা প্রবৃদ্ধিতে ফিরলেও অর্থনীতি ঝুঁকি রয়ে গেছে বলে আইএমএফ সতর্ক করেছে।
শ্রীলঙ্কার বিগত সরকারের আমলের ১৪.৭ বিলিয়ন বা ১ হাজার ৪৭০ কোটি ডলারের বিদেশি ঋণ পুনর্গঠনের চুক্তিতে সায় দিয়েছেন নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার মাত্র দুই দিন আগে আন্তর্জাতিক সার্বভৌম বন্ডধারী ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করেন। দেশটির সাবেক নেতা রনিল বিক্রমাসিংহে।
নির্বাচনে জয়ী হয়ে দিসানায়েকে শর্ত নিয়ে আপত্তি জানিয়ে নমনীয় করার আহ্বান জানান। কিন্তু কলম্বোতে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে দুই দিনের আলোচনার পর অবস্থান পাল্টে পূর্বসূরীর চুক্তির প্রতি সম্মান রাখার কথা জানান।
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘১৯ সেপ্টেম্বর ঘোষিত নীতিগত শর্তেই চুক্তিটিতে অনুমোদন নিশ্চিত করেছে শ্রীলঙ্কা সরকার।’
দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অন্যতম মূল সুপারিশ ঋণ পুনর্বিন্যাস। ২০২২ সালে সবচেয়ে খারাপ সংকটের সময়ে দেশটির অর্থনীতি ৭ দশমিক ৮ শতাংশ হারে হ্রাস পায়।
জুন মাসে দ্বিপক্ষীয় ঋণদাতাদের সঙ্গে ৬০০ কোটি ডলারের সরকারি ঋণ পুনর্বিন্যাসের চুক্তি করে।
এরপর গত ১৯ সেপ্টেম্বর ঘোষিত চুক্তির অধীনে বেসরকারি ঋণদাতারা ঋণের ২৭ শতাংশ কাটছাঁট করতে সম্মত হয়।
শ্রীলঙ্কার কাছে এই ঋণতাদাদের আন্তর্জাতিক সার্বভৌম বন্ড ও বিদেশি বাণিজ্যিক ঋণের অর্ধেকেরও বেশি পাওনা আছে। তাঁরা পাওনা সুদের ১১ শতাংশ মওকুফ করতে সম্মত হয়েছে।
চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে সাড়ে ১২ বিলিয়ন ডলার ও ২ দশমিক ২ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সার্বভৌম বন্ড আছে।
২০২২ সালে বিদেশি ঋণ খেলাপি হওয়ার সময় শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ ছিল ৪৬ বিলিয়ন ডলার। সে সময় দেশটিতে খাদ্য ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানির ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রারও ঘাটতি ছিল। সরকারের অনুমোদিত বন্ড পুনর্গঠন চুক্তি এখন সংসদে পাস হতে হবে।
শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই সংসদ ভেঙে দিয়ে ১৪ নভেম্বর আগাম নির্বাচনের জন্য তফসিল ঘোষণার আহবান জানান।
২১ নভেম্বর সংসদের প্রথম অধিবেশন বসতে চলেছে। অর্থনীতি পুনরুদ্ধারে গত বছর আইএমএফের কাছ থেকে ২৯০ কোটি ডলারের ঋণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কঠোর কৃচ্ছ্রতামূলক পদক্ষেপ অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করে। তবে এর ফলে শ্রীলঙ্কার নিম্ন আয়ের বড় ধরনের অসুবিধায় পড়তে হয়।
সংকটের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা প্রবৃদ্ধিতে ফিরলেও অর্থনীতি ঝুঁকি রয়ে গেছে বলে আইএমএফ সতর্ক করেছে।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
৩ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
৩ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৪ ঘণ্টা আগে