Ajker Patrika

অধিকৃত পশ্চিমতীরে নির্মাণাধীন ইহুদি উপাসনালয় ধসে নিহত ২, আহত ১৫৭

আপডেট : ১৭ মে ২০২১, ১২: ১৮
অধিকৃত পশ্চিমতীরে নির্মাণাধীন ইহুদি উপাসনালয় ধসে নিহত ২, আহত ১৫৭

ঢাকা: ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে নির্মাণাধীন সিনাগগ ধসে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববারের এই দুর্ঘটনায় আরও দেড় শতাধিক আহত হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর জেরুজালেমের অবৈধ ইহুদি বসতি গিভাত জিভে অবস্থিত ওই সিনাগগে শভোট অনুষ্ঠান চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ইহুদিদের শভোট হলো বসন্তের ফসল কাটার উৎসব। ইহুদি পঞ্জিকা অনুযায়ী এ দিন মুসাকে সিনাই পর্বতে তাওরাত দেওয়া হয়েছিল। এ দিন সারা রাত তারা তাওরাত পাঠ করে। কট্টর অর্থোডক্স ইহুদিদের এই সিনাগগে কয়েকশ মানুষ জড়ো হয়েছিল।

ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সেবা প্রতিষ্ঠান মেগান ডেভিড অ্যাডমের মুখপাত্র চ্যানেল ১৩ কে বলেন, এ ঘটনা ১৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন বয়স ৫০ বছর ও আরেকজনের বয়স ১২ বছর।

গিভাত জিভের মেয়র বলেন, ভবনটি অসম্পূর্ণ এবং বিপজ্জনক ছিল। জেরুজালেমের পুলিশ প্রধান ডোরোন তুর্গম্যান বলেন, অবহেলার কারণেই বিপর্যয় ঘটেছে। দোষীদের গ্রেপ্তার করা হতে পারে।

এর আগে গত ২৯ এপ্রিলও উত্তর ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ৪৫ জন ইহুদি মারা গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত