Ajker Patrika

পোড়ানো হলো ২ লাখ কেজি গাঁজা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৬
পোড়ানো হলো ২ লাখ কেজি গাঁজা

ভারতের অন্ধ্র প্রদেশ থেকে জব্দ হওয়া দুই লাখ কেজি গাঁজা পুড়িয়েছে স্থানীয় পুলিশ। এর আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

অন্ধ্র প্রদেশের পুলিশ জানায়, গত কয়েক বছর ধরে উপকূলীয় এলাকা থেকে এই গাঁজাগুলো জব্দ করা হয়।

অন্ধ্র প্রদেশ পুলিশের মহাপরিচালক গৌতম সাওয়াং বলেন, ওডিশার ২৩ জেলা ও বিশাখাপত্তনমের উপজেলায় মাওবাদীরা গাঁজা চাষে উৎসাহিত করে। বিশেষ অভিযানে পুলিশ ৩১৩টি গ্রাম ও ১১টি উপজেলার গাঁজা ধ্বংস করেছে। অন্ধ্র-ওডিশা সীমান্তে বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি দল গাঁজা চাষ এবং মাদকের অবৈধ পরিবহনে জড়িত রয়েছে।

অন্ধ্র প্রদেশের পুলিশের তথ্য অনুযায়ী, গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার দায়ে ১ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ৫৭৭টি মামলা করা হয়েছে। গাঁজা মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ৩১৪টি যান জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত