Ajker Patrika

ইসরায়েলিদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৮: ১৭
Thumbnail image

শ্রীলঙ্কায় ইসরায়েলি পর্যটকদের ওপর ইরানি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিষয়টি ফাঁস হওয়ার পর গতকাল বুধবারই ইসরায়েল কর্তৃপক্ষ তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কা ত্যাগ করার পরামর্শ দিয়েছে। এই অবস্থায় বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করা ইসরায়েলি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার একটি পুলিশ সূত্রের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বর্তমানে দেশটিতে ৫৭৭ জন ইসরায়েলি রয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে।

ইসরায়েলের সাবেক ইন্টারপোল প্রধান আশার বেন আরজি জানিয়েছেন, ইসরায়েলিদের কাছে বর্তমানে শ্রীলঙ্কা একটি জনপ্রিয় গন্তব্য। ইরান ইন্টারন্যাশনালকে তিনি বলেন, ‘ইরানের কাছে এটি খুব সহজ একটি স্থান। কারণ, ইরানের এজেন্টরা এখানে সহজেই নাগাল পেতে পারে এবং লক্ষ্যবস্তু বানাতে পারে।’

আশার বেন আরজি আরও বলেন, ‘ইতিপূর্বে শ্রীলঙ্কায় ইসরায়েলি নাগরিকদের এমন নিরাপত্তার সংকট দেখা যায়নি।’

পরিচয় গোপন রাখার শর্তে ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কায় তাদের নাগরিকদের ওপর হামলার পরিকল্পনায় অন্তত দুজন জড়িত ছিলেন। এর মধ্যে একজন ছিলেন ইরাকি।

এদিকে শ্রীলঙ্কায় অবস্থিত মার্কিন দূতাবাসও তাদের নাগরিকদের সতর্ক করেছে এই বলে যে আরুগাম উপসাগর এলাকার জনপ্রিয় পর্যটন স্থানগুলো হামলার বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, এই হুমকির ফলে অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অরুগাম উপসাগরে দূতাবাস কর্মীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অরুগাম উপসাগর এলাকা এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের জোরালোভাবে অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত