আজকের পত্রিকা ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের উৎকোচ গ্রহণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে কথা বলেন তিনি।
গণপূর্ত বিভাগের এক শ্রেণির কর্মকর্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের তো কোনো দায়িত্ব নেই। কাজ শুধু টাকা খাওয়া। টাকা খাবেন তাঁরা, আমি কেন বদনাম নেব?’
মমতা বলেন, ‘আমি ওইসব টাকা নিই না। নিতে চাই না। কতবার করে জেলা প্রশাসকদের বলেছি, ভূমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা বন্ধ করতে পারেনি।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, এদিনের বৈঠকে ভূমি রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই কর্মকর্তাদের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। তিনি বলেন, ‘ওদের ছুটি দিয়ে দিন। কারণ, ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো বেতন দিচ্ছে। তারপরও চাই, চাই আর চাই।’
এ প্রসঙ্গে বাম আমলের কর্মচারী সংগঠনের প্রসঙ্গ টানেন মমতা। তিনি বলেন, কো-অর্ডিশন কমিটির ঘুঘুর বাসা এখনো ভাঙা যায়নি। তাদের কথায় কিছু আমলা চলছেন।
এদিনের বৈঠকে একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেটি হলো, গত লোকসভা নির্বাচনে জনগণ তাঁর দলের প্রতি যে আস্থা রেখেছেন, সে আস্থায় যেন চিড় না ধরে। এটি নিশ্চিত করতে যদি কিছু কর্মকর্তা ও দলের কাউকে শাস্তি দিতে হয়, সে ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন না তিনি।
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের উৎকোচ গ্রহণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে কথা বলেন তিনি।
গণপূর্ত বিভাগের এক শ্রেণির কর্মকর্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের তো কোনো দায়িত্ব নেই। কাজ শুধু টাকা খাওয়া। টাকা খাবেন তাঁরা, আমি কেন বদনাম নেব?’
মমতা বলেন, ‘আমি ওইসব টাকা নিই না। নিতে চাই না। কতবার করে জেলা প্রশাসকদের বলেছি, ভূমি মাফিয়াদের আটকাও। শেষ করো ওদের কারবার। কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা বন্ধ করতে পারেনি।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, এদিনের বৈঠকে ভূমি রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই কর্মকর্তাদের একাংশের টাকা তোলা ছাড়া কাজ নেই। তিনি বলেন, ‘ওদের ছুটি দিয়ে দিন। কারণ, ওদের চাকরিতে রাখা মানেই সরকারের লোকসান। তার চেয়ে বরং বসিয়ে দিন। কাউকে চুরি করার অধিকার দেওয়া হয়নি। সরকার তো বেতন দিচ্ছে। তারপরও চাই, চাই আর চাই।’
এ প্রসঙ্গে বাম আমলের কর্মচারী সংগঠনের প্রসঙ্গ টানেন মমতা। তিনি বলেন, কো-অর্ডিশন কমিটির ঘুঘুর বাসা এখনো ভাঙা যায়নি। তাদের কথায় কিছু আমলা চলছেন।
এদিনের বৈঠকে একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর সেটি হলো, গত লোকসভা নির্বাচনে জনগণ তাঁর দলের প্রতি যে আস্থা রেখেছেন, সে আস্থায় যেন চিড় না ধরে। এটি নিশ্চিত করতে যদি কিছু কর্মকর্তা ও দলের কাউকে শাস্তি দিতে হয়, সে ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন না তিনি।
নয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৪১ মিনিট আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
১ ঘণ্টা আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে