রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। গতকাল বৃহস্পতিবার মস্কোতে বৈঠক শেষে সাংবাদিকদের জোকো উইদোদো বলেন, ‘রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া।’
এক প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানায় আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যে সংঘাত চলছে সেটি নিরসনে শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হওয়া গুরুত্বপূর্ণ।
এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন জোকো উইদোদো।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জি-২০ জোটের বর্তমান চেয়ারম্যান। আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন হবে। এ সম্মেলনে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের প্রেসিডেন্টকেই আমন্ত্রণ জানিয়েছেন জোকো উইদোদো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। গতকাল বৃহস্পতিবার মস্কোতে বৈঠক শেষে সাংবাদিকদের জোকো উইদোদো বলেন, ‘রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া।’
এক প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানায় আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যে সংঘাত চলছে সেটি নিরসনে শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হওয়া গুরুত্বপূর্ণ।
এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন জোকো উইদোদো।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জি-২০ জোটের বর্তমান চেয়ারম্যান। আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন হবে। এ সম্মেলনে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের প্রেসিডেন্টকেই আমন্ত্রণ জানিয়েছেন জোকো উইদোদো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার আবারও হুমকি দিয়ে বলেছেন, ব্রিকস জোটভুক্ত দেশগুলোর পণ্যে তিনি ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি বলেছেন, এই দেশগুলো যদি কোনো অর্থবহ জোট হিসেবে গঠিত হয়ে থাকে, তাহলে তা খুব দ্রুতই ভেঙে যাবে।
২০ মিনিট আগেগাজায় বিগত পৌনে দুই বছর ধরে চলা আগ্রাসনের সময় ইসরায়েল অন্তত ১ লাখ ২৫ হাজার টন বিস্ফোরক ফেলেছে। যার ফলে ফিলিস্তিনি অঞ্চলটির ৮৮ শতাংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর এতে গাজার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৬২ বিলিয়ন ডলারের বেশি। খবর আনাদোলু এজেন্সির।
১ ঘণ্টা আগেসিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
৭ ঘণ্টা আগেবোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
১০ ঘণ্টা আগে