টুইটার অ্যাকাউন্টে নিজের একটি নাচের ছবি পোস্ট সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন লিখেছেন, ‘নাচতে থাকুন’। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনোর প্রতি সংহতি জানিয়ে তিনি এ ছবি পোস্ট করেছেন বলে জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে মাদক পরীক্ষাও করতে হয়েছে।
হিলারি টুইটারে যে ছবি পোস্ট করেছেন, তা ২০১২ সালের। তখন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলম্বিয়া সফরে গিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্লাবে ভিড়ে মধ্যে তিনি হাসি মুখে নাচের ভঙ্গি করছেন। ওই পোস্টের নিচে তিনি লিখেছেন, নাচতে থাকো সান্না মারিন।
মারিন খুব দ্রুত এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেন, ‘আপনাকে ধন্যবাদ হিলারি ক্লিনটন।’ সেখানে একটি হার্টের ইমোজি দিয়েছেন তিনি।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ভিডিও ফাঁস হওয়ার পর অনেক সমালোচক বলেছেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে এমন আচরণ সঠিক নয়। কিন্তু এখন হিলারি ক্লিনটনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ফিনিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুষ্ঠানে নাচার অধিকারের পক্ষে কথা বলছেন।
৩৬ বছর বয়সী বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মারিন বলেছেন, মাঝে মাঝে নিজের আগল খুলে ফেলা গুরুত্বপূর্ণ। আমি একজন মানুষ। আমারও মাঝে মাঝে এই কালো মেঘের মধ্যে আনন্দ, আলো ও মজা করতে ইচ্ছে হয়। আমি আমার দায়িত্ব (প্রধানমন্ত্রী হিসেবে) অবহেলা করে একটি দিনও নষ্ট করিনি।’
নাচের ভিডিও ফাঁস হওয়ার পর তিনি অবশ্য ক্ষমা চেয়েছেন।
৭৪ বছর বয়সী হিলারি ক্লিনটন বারাক ওবামার প্রেসিডেন্টের মেয়াদে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০১৬ সালে তিনি ডেমোক্রেটিক দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন। ব্যাপক জনসমর্থন থাকার পরেও তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন।
টুইটার অ্যাকাউন্টে নিজের একটি নাচের ছবি পোস্ট সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন লিখেছেন, ‘নাচতে থাকুন’। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনোর প্রতি সংহতি জানিয়ে তিনি এ ছবি পোস্ট করেছেন বলে জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে মাদক পরীক্ষাও করতে হয়েছে।
হিলারি টুইটারে যে ছবি পোস্ট করেছেন, তা ২০১২ সালের। তখন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলম্বিয়া সফরে গিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্লাবে ভিড়ে মধ্যে তিনি হাসি মুখে নাচের ভঙ্গি করছেন। ওই পোস্টের নিচে তিনি লিখেছেন, নাচতে থাকো সান্না মারিন।
মারিন খুব দ্রুত এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেন, ‘আপনাকে ধন্যবাদ হিলারি ক্লিনটন।’ সেখানে একটি হার্টের ইমোজি দিয়েছেন তিনি।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ভিডিও ফাঁস হওয়ার পর অনেক সমালোচক বলেছেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে এমন আচরণ সঠিক নয়। কিন্তু এখন হিলারি ক্লিনটনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ফিনিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুষ্ঠানে নাচার অধিকারের পক্ষে কথা বলছেন।
৩৬ বছর বয়সী বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী সান্না মারিন বলেছেন, মাঝে মাঝে নিজের আগল খুলে ফেলা গুরুত্বপূর্ণ। আমি একজন মানুষ। আমারও মাঝে মাঝে এই কালো মেঘের মধ্যে আনন্দ, আলো ও মজা করতে ইচ্ছে হয়। আমি আমার দায়িত্ব (প্রধানমন্ত্রী হিসেবে) অবহেলা করে একটি দিনও নষ্ট করিনি।’
নাচের ভিডিও ফাঁস হওয়ার পর তিনি অবশ্য ক্ষমা চেয়েছেন।
৭৪ বছর বয়সী হিলারি ক্লিনটন বারাক ওবামার প্রেসিডেন্টের মেয়াদে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০১৬ সালে তিনি ডেমোক্রেটিক দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন। ব্যাপক জনসমর্থন থাকার পরেও তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে