অনলাইন ডেস্ক
লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার বন্দুক হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। লেবাননের রেডক্রসের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। লেবাননকে সহিংসতায় টেনে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি।
এক টুইট বার্তায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, 'বৈরুতে নিহতদের স্মরণে শুক্রবার লেবাননে শোক দিবস পালন করা হবে।'
টুইটারে দেশটির সেনাবাহিনী বলেছে, এই এলাকায় যেন পুনরায় সহিংসতা না ঘটে সেটি নিশ্চিত করতে এলাকাটিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত বছর বন্দরে হওয়া বোমা হামলার তদন্তের দায়িত্ব পাওয়া বিচারককে অপসারণের দাবিতে চলা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় এই বন্দুক হামলা করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে বৃহস্পতিবার হিজবুল্লাহ এক বিক্ষোভের ডাক দিয়েছিল। দাবি ছিল, গত বছর হওয়া বোমা হামলার দায়িত্বপ্রাপ্ত বিচারককে অপসারণ করা। এই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় বন্দুক হামলার ঘটনা ঘটে। নিহতদের সবাই শিয়া মতাবলম্বী।
ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার সময় মানুষকে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। লেবাননের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলায় নিহত এক নারী ছিলেন নিজ ঘরেই। এখন পর্যন্ত নিহত সবাই শিয়া মতাবলম্বী।
লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার বন্দুক হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ। লেবাননের রেডক্রসের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। লেবাননকে সহিংসতায় টেনে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি।
এক টুইট বার্তায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, 'বৈরুতে নিহতদের স্মরণে শুক্রবার লেবাননে শোক দিবস পালন করা হবে।'
টুইটারে দেশটির সেনাবাহিনী বলেছে, এই এলাকায় যেন পুনরায় সহিংসতা না ঘটে সেটি নিশ্চিত করতে এলাকাটিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত বছর বন্দরে হওয়া বোমা হামলার তদন্তের দায়িত্ব পাওয়া বিচারককে অপসারণের দাবিতে চলা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় এই বন্দুক হামলা করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে বৃহস্পতিবার হিজবুল্লাহ এক বিক্ষোভের ডাক দিয়েছিল। দাবি ছিল, গত বছর হওয়া বোমা হামলার দায়িত্বপ্রাপ্ত বিচারককে অপসারণ করা। এই বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় বন্দুক হামলার ঘটনা ঘটে। নিহতদের সবাই শিয়া মতাবলম্বী।
ভিডিও ফুটেজের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বন্দুক হামলার সময় মানুষকে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। লেবাননের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলায় নিহত এক নারী ছিলেন নিজ ঘরেই। এখন পর্যন্ত নিহত সবাই শিয়া মতাবলম্বী।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যয়সংকোচনের নীতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তাঁর প্রশাসনে সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ খোলা হয়েছে। আর এর দায়িত্ব পেয়েছেন...
৪ ঘণ্টা আগেজার্মানির চ্যান্সেলর হতে যাওয়া ফ্রেডরিখ মের্ৎস জানিয়েছেন, তিনি ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান। এজন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়েও আলোচনা করতে চান বলে জানিয়েছেন। তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার বিকল্প হিসেবে নয়, বরং সম্পূরক...
৬ ঘণ্টা আগেভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত বলে একটি ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণার পরই টিডিপির বিজয়নগরমের সাংসদ কালীসেট্টি আপ্পালা নাইডু তৃতীয় সন্তান জন্ম দিলে নারীদের ৫০ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
৭ ঘণ্টা আগেসিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।
৮ ঘণ্টা আগে