Ajker Patrika

ছয় মাসের মধ্যে শ্রীলঙ্কান এয়ারলাইনসকে অগ্রগতি দেখানোর নির্দেশ মন্ত্রীর

অনলাইন ডেস্ক
Thumbnail image

শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পরিচালনা এবং আর্থিক অগ্রগতি দেখাতে হবে। এ নির্দেশ দিয়েছেন দেশটির বিমান পরিবহন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে সংবাদ সংস্থা নিউজওয়্যার।

মন্ত্রী নিমল সিরিপালা বলেন, সরকার জাতীয় এয়ারলাইনসের ৫১ কোটি ডলার বকেয়া ঋণ শোধ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তাই এখন শ্রীলঙ্কান এয়ারলাইনসের অগ্রগতি দেখান উচিত।

সাম্প্রতিক অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ করেছে বলে জানান মন্ত্রী।

বিমান পরিবহন মন্ত্রী বলেছেন যে, একটি আকর্ষণীয় আর্থিক ব্যালেন্স শিটসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পুনর্গঠন করার পরিকল্পনা করছে সরকার।

মন্ত্রী নিমল সিরিপালা আরও বলেছেন যে, এয়ারলাইনসের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। পাশাপাশি আগামী ছয় মাসে কোম্পানিতে উল্লেখযোগ্য আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট ইস্যুতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রায় ৬০০০ কর্মচারীর চাকরিতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অনুসারে, মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রশাসন ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় এসব কথা বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত