Ajker Patrika

ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নেওয়া সেই ব্যক্তি এখন তালেবান নেতা

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০১: ৩৬
ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নেওয়া সেই ব্যক্তি এখন তালেবান নেতা

কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির সঙ্গে ভারতের এটাই প্রথম সংলাপ। এই বৈঠকে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।

জানা গেছে, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত নওগাঁওতে অবস্থিত আর্মি ক্যাডেট কলেজে তিন বছর সেনা সদস্য হিসেবে প্রশিক্ষণ নিয়েছে এবং পরে দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে সেনা কর্মকর্তার প্রশিক্ষণও নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, তালেবান নেতা স্তানিকজাই ইংরেজি ভাষায় পারদর্শী। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগান শাসনামলে উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালে স্তানিকজাই যুক্তরাষ্ট্র সফরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সরকারের সঙ্গে বৈঠকে বসেন। তবে ওই সময় মার্কিন সরকারের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি তালেবান। চীনের সঙ্গে তালেবানের যে বৈঠক হয়েছে সেখানেও নেতৃত্ব দিয়েছেন স্তানিকজাই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতবিরোধী জঙ্গিরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতের স্বার্থে আঘাত করতে পারার আশঙ্কার কথা তালেবান নেতৃত্বের কাছে জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। এ ছাড়া উভয় পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারেও আলোচনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত