Ajker Patrika

সেলফ আইসোলেশনের পর শিকারে পুতিন

সেলফ আইসোলেশনের পর শিকারে পুতিন

সফরসঙ্গী কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেলফ আইসোলেশনে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তাঁকে দেখা গেল সাইবেরিয়ায় শিকার করতে।

সম্প্রতি ক্রেমলিনের প্রকাশিত ২০টি ছবিতে দেখা যায় ছুটি কাটাতে সাইবেরিয়ায় বেড়াতে গেছেন তিনি। চলতি মাসের প্রথম দিকে সেখানে গিয়ে মাছ শিকার করেন এ নেতা। আজ রোববার ক্রেমলিনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

ক্রেমলিনের প্রকাশিত ছবিতে দেখা যায়, হাঁটুজল নদীর মধ্যে দাঁড়িয়ে রয়েছেন পুতিন। মাথায় রয়েছে টুপি। এ ছাড়া তাকে দেখা গেছে মাছ ধরতে। 

এর আগেও পুতিনকে সানগ্লাস ঘোড়ার পিঠে বসে কিংবা রাইফেল হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। বছর তিনেক আগে শীতকালের তুষার ঘেরা কনকনে সাইবেরিয়ার হিমশীতল জলাধারে সাঁতার কাটতে দেখা গিয়েছিল তাঁকে। 

সফরসঙ্গী কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাজিকিস্তান সফর বাতিল করেছিলেন পুতিন। তিনি রাশিয়ার তৈরি টিকার স্পুতনিকের দুই ডোজ টিকা পেয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত