Ajker Patrika

উ. কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় শেষ চেষ্টা করবেন মুন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ৫৪
উ. কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় শেষ চেষ্টা করবেন মুন

উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় চূড়ান্ত প্রচেষ্টার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মুনের এমন প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে। তবে উত্তর কোরিয়া এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

মুন জে ইন বলেন, তাঁর সরকার শেষ পর্যন্ত আন্ত-কোরীয় সম্পর্ক স্বাভাবিককরণ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি অপরিবর্তনীয় পথ অনুসরণ করবে। এ ছাড়া তিনি তাঁর প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় জোর চেষ্টা চালাবেন।

চলতি বছরের মে মাসে মুনের প্রেসিডেন্ট মেয়াদের ৫ বছর শেষ হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশা করি পরবর্তী দক্ষিণ কোরিয়ার ক্ষমতায় যারা আসবেন তাঁরাও এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’ 

কিন্তু ইংরেজি নববর্ষ শুরুর আগে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনা বা কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির ব্যাপারে কিছুই বলেননি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্রের আলোচনার ব্যাপারেও কিছু জানাননি। 

২০১৮ ও ২০১৯ সালে মুন কিমের সঙ্গে পিয়ংইয়ংসহ একাধিক শীর্ষ বৈঠক করেছিলেন। কিন্তু সেগুলো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের কার্যক্রম এবং শত্রুভাবাপন্ন নীতির কারণে ভেস্তে যায়। তারপরও মুন কোরীয় যুদ্ধের ফলে দুই কোরিয়ার মধ্যে তৈরি হওয়া বৈরী সম্পর্কের অবসান ঘটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত