অনলাইন ডেস্ক
ইসরায়েল যদি ইরানে আক্রমণ চালায়, তবে এবার জবাব দিতে তেহরান আর ১২ দিন দেরি করবে না। এমনকি ঘণ্টাও দেরি করবে না, কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে। এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
আলি বাঘেরি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে। তিনি আরও বলেছেন, ইসরায়েল এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার পরীক্ষিত প্রমাণ হাসিলের গুরুত্বপূর্ণ ও বৈধ সুযোগ তৈরি করে দিয়েছিল।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তাঁরা (ইসরায়েল) আমাদের দূতাবাসের কনস্যুলার বিভাগে হামলা না চালাত, তাহলে এই সুযোগ আসত না।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ইহুদিবাদী রাষ্ট্রের সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয়, তবে তারা আর এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না। কারণ, ইরান অতি দ্রুত আঘাতের মাধ্যমে সেই ভুলের আরও কঠোর জবাব দেবে।’
গত ১ এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালায়। পরে সেই হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিষয়টিকে ইঙ্গিত করে আলি বাঘেরি আরও বলেন, ‘এ ক্ষেত্রে ইহুদিবাদীরা আর ১২ দিন সময় পাবে না। এমনকি, দিন বা ঘণ্টার হিসাব করেও সেই হামলার জবাব দেওয়া হবে না, জবাব দেওয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে।
ইরানের এই কূটনীতিক বলেন, ‘অনেক আগেই ইসলামি প্রজাতন্ত্র (ইরান) যখন তার স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন দেশটি তাদের (ইসরায়েলিদের) পরবর্তী অপকর্মের জবাব দেওয়া জন্যও পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে।’
এদিকে ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি বলেছেন, ‘এক দিন আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা—যার ফলে একটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে—তার জবাব অবশ্যই দেওয়া হবে।’ হালেভি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল ইরান, যা আগে কখনোই ঘটেনি। আমরা আয়রন শিল্ড অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম।’
হালেভি বলেন, ‘গত সোমবার আমরা দেখেছি কী ঘটেছে। আমরা মনে করি, ইসরায়েল খুবই শক্তিশালী এবং জানে কীভাবে কোন ঘটনা একা মোকাবিলা করতে হয়।’ এ সময় ইরানকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘আমরা সামনের দিকে তাকিয়ে। আমরা আমাদের পদক্ষেপগুলো বিবেচনা করছি এবং ইসরায়েলি ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও মানুষবিহীন এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।’
আরও পড়ুন:
ইসরায়েল যদি ইরানে আক্রমণ চালায়, তবে এবার জবাব দিতে তেহরান আর ১২ দিন দেরি করবে না। এমনকি ঘণ্টাও দেরি করবে না, কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে। এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
আলি বাঘেরি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে। তিনি আরও বলেছেন, ইসরায়েল এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার পরীক্ষিত প্রমাণ হাসিলের গুরুত্বপূর্ণ ও বৈধ সুযোগ তৈরি করে দিয়েছিল।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তাঁরা (ইসরায়েল) আমাদের দূতাবাসের কনস্যুলার বিভাগে হামলা না চালাত, তাহলে এই সুযোগ আসত না।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ইহুদিবাদী রাষ্ট্রের সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয়, তবে তারা আর এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না। কারণ, ইরান অতি দ্রুত আঘাতের মাধ্যমে সেই ভুলের আরও কঠোর জবাব দেবে।’
গত ১ এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালায়। পরে সেই হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিষয়টিকে ইঙ্গিত করে আলি বাঘেরি আরও বলেন, ‘এ ক্ষেত্রে ইহুদিবাদীরা আর ১২ দিন সময় পাবে না। এমনকি, দিন বা ঘণ্টার হিসাব করেও সেই হামলার জবাব দেওয়া হবে না, জবাব দেওয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে।
ইরানের এই কূটনীতিক বলেন, ‘অনেক আগেই ইসলামি প্রজাতন্ত্র (ইরান) যখন তার স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইহুদিবাদীদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন দেশটি তাদের (ইসরায়েলিদের) পরবর্তী অপকর্মের জবাব দেওয়া জন্যও পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছে।’
এদিকে ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি বলেছেন, ‘এক দিন আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা—যার ফলে একটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে—তার জবাব অবশ্যই দেওয়া হবে।’ হালেভি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল ইরান, যা আগে কখনোই ঘটেনি। আমরা আয়রন শিল্ড অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম।’
হালেভি বলেন, ‘গত সোমবার আমরা দেখেছি কী ঘটেছে। আমরা মনে করি, ইসরায়েল খুবই শক্তিশালী এবং জানে কীভাবে কোন ঘটনা একা মোকাবিলা করতে হয়।’ এ সময় ইরানকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘আমরা সামনের দিকে তাকিয়ে। আমরা আমাদের পদক্ষেপগুলো বিবেচনা করছি এবং ইসরায়েলি ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও মানুষবিহীন এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।’
আরও পড়ুন:
মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৪ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৪ ঘণ্টা আগে