শ্রীলঙ্কার সেনাবাহিনী রোববার একটি একটি মোটর স্পোর্ট ইভেন্ট আয়োজন করেছিল। অনেকটা খোলা ময়দানে রাস্তার পাশে ছিল প্রচুর দর্শক। কার রেস চলার সময় হঠাৎ একটি গাড়ি প্রবল বেড়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছে।
ফক্স হিল সার্কিটে ট্র্যাকের একটি অরক্ষিত অংশে একজন চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ি দর্শকদের ভিড়ের ঢুকে বিধ্বস্ত হয়। এই রেসিং ট্র্যাকটিও শ্রীলঙ্কার সেনাবাহিনী পরিচালিত।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্র্যাক মার্শালরা ট্র্যাকে উল্টে যাওয়া একটি গাড়ি উদ্ধারের ছুটে যাচ্ছেন এবং অন্য চালকদের গতি কমানোর জন্য হলুদ পতাকা নাড়ছেন।
এ সময় কয়েকটি গাড়িকে ধূলি উড়িয়ে প্রচণ্ড গতিতে চলে যেতে দেখা যায়। হঠাৎ একটি লাল গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর শুধু আর্তচিৎকার শোনা যায়।
পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেন, মোট ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আট বছর বয়সী একটি মেয়েও রয়েছে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে সেনাপ্রধান ভিকুম লিয়ানাগে ঘোষণা করেছিলেন, মোটর স্পোর্টের প্রচারের জন্য সবগুলো গেট দর্শকদের জন্য বিনা মূল্যে উন্মুক্ত করা হয়েছে। কোভিড মহামারি এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বীপ রাষ্ট্রটিতে এমন কার রেস অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনের সময় সেনাপ্রধান বলেন, ‘আজ একটি খুব বিশেষ দিন...আমরা যে কাউকে বিনা মূল্যে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রাজধানী কলম্বো থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে ফক্স হিল সার্কিটে রোববার প্রায় ১ লাখ দর্শক ছিল।
উল্লেখ্য, শ্রীলঙ্কার রাস্তা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। এ দেশে ১২ হাজার ৫০০ কিলোমিটার রাস্তায় গড়ে প্রতিদিন আটটি মৃত্যুর খবর পাওয়া যায়।
শ্রীলঙ্কার সেনাবাহিনী রোববার একটি একটি মোটর স্পোর্ট ইভেন্ট আয়োজন করেছিল। অনেকটা খোলা ময়দানে রাস্তার পাশে ছিল প্রচুর দর্শক। কার রেস চলার সময় হঠাৎ একটি গাড়ি প্রবল বেড়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছে।
ফক্স হিল সার্কিটে ট্র্যাকের একটি অরক্ষিত অংশে একজন চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ি দর্শকদের ভিড়ের ঢুকে বিধ্বস্ত হয়। এই রেসিং ট্র্যাকটিও শ্রীলঙ্কার সেনাবাহিনী পরিচালিত।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্র্যাক মার্শালরা ট্র্যাকে উল্টে যাওয়া একটি গাড়ি উদ্ধারের ছুটে যাচ্ছেন এবং অন্য চালকদের গতি কমানোর জন্য হলুদ পতাকা নাড়ছেন।
এ সময় কয়েকটি গাড়িকে ধূলি উড়িয়ে প্রচণ্ড গতিতে চলে যেতে দেখা যায়। হঠাৎ একটি লাল গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর শুধু আর্তচিৎকার শোনা যায়।
পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেন, মোট ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আট বছর বয়সী একটি মেয়েও রয়েছে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে সেনাপ্রধান ভিকুম লিয়ানাগে ঘোষণা করেছিলেন, মোটর স্পোর্টের প্রচারের জন্য সবগুলো গেট দর্শকদের জন্য বিনা মূল্যে উন্মুক্ত করা হয়েছে। কোভিড মহামারি এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বীপ রাষ্ট্রটিতে এমন কার রেস অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনের সময় সেনাপ্রধান বলেন, ‘আজ একটি খুব বিশেষ দিন...আমরা যে কাউকে বিনা মূল্যে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রাজধানী কলম্বো থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে ফক্স হিল সার্কিটে রোববার প্রায় ১ লাখ দর্শক ছিল।
উল্লেখ্য, শ্রীলঙ্কার রাস্তা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। এ দেশে ১২ হাজার ৫০০ কিলোমিটার রাস্তায় গড়ে প্রতিদিন আটটি মৃত্যুর খবর পাওয়া যায়।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
১১ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১৪ ঘণ্টা আগে