আজকের পত্রিকা ডেস্ক
প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং ‘অকাস চুক্তি’র বাস্তবায়নে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। পশ্চিম অস্ট্রেলিয়ায় নতুন সাবমেরিন জাহাজঘাঁটি গড়ে তুলতে দেশটি এবার প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
২০২১ সালে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া এই অকাস (AUKUS) চুক্তির লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় আগামী দশক থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন সরবরাহ করা। বর্তমানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ চুক্তির পর্যালোচনা করছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, প্রস্তাবিত জাহাজঘাঁটি অস্ট্রেলিয়ার জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পশ্চিম অস্ট্রেলিয়ায় টানা নৌ-জাহাজ নির্মাণ কার্যক্রম ও পারমাণবিক সাবমেরিন প্রকল্প বাস্তবায়নে এটি মাইলফলক হবে।
তিনি আরও জানান, ক্ষমতাসীন লেবার সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে রেকর্ড পর্যায়ে নিয়ে যাচ্ছে, যাতে অস্ট্রেলিয়ার জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা তৈরি করা যায়।
এর আগে, গত বছর পার্থের কাছে হেন্ডারসন জাহাজঘাঁটি আধুনিকায়নে প্রাথমিকভাবে ১২৭ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৮৪ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হয়েছিল। আগামী ২০ বছরে ধাপে ধাপে এই ঘাঁটিকে অকাস সাবমেরিন বহরের প্রধান রক্ষণাবেক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকার।
এখানেই অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর নতুন ল্যান্ডিং ক্রাফট ও নৌবাহিনীর জন্য নতুন ফ্রিগেট জাহাজ তৈরি করা হবে। প্রকল্পটি সরাসরি প্রায় ১০ হাজার স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানানো হয়েছে।
অকাস চুক্তির আওতায় প্রথম ধাপে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছে একাধিক ভার্জিনিয়া-শ্রেণির পারমাণবিক সাবমেরিন বিক্রি করবে। পরবর্তী ধাপে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মিলে নতুন প্রজন্মের অকাস-শ্রেণির সাবমেরিন তৈরি করবে।
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র কংগ্রেসের চীনবিষয়ক কৌশলগত প্রতিযোগিতা কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতৃত্ব যৌথভাবে অকাসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছিল। যদিও একই সময়ে চুক্তির কার্যকারিতা নিয়ে পেন্টাগনের একজন প্রভাবশালী কর্মকর্তা এলব্রিজ কোলবি পর্যালোচনা শুরু করেন।
অস্ট্রেলিয়া এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে ৫০ বছরের জন্য নতুন একটি চুক্তি করেছে, যাতে অকাস সহযোগিতা আরও জোরদার করা যায়। দেশটি আশাবাদী যে চুক্তি বাস্তবায়নে কোনো বিঘ্ন ঘটবে না।
প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং ‘অকাস চুক্তি’র বাস্তবায়নে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া। পশ্চিম অস্ট্রেলিয়ায় নতুন সাবমেরিন জাহাজঘাঁটি গড়ে তুলতে দেশটি এবার প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
২০২১ সালে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া এই অকাস (AUKUS) চুক্তির লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় আগামী দশক থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন সরবরাহ করা। বর্তমানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ চুক্তির পর্যালোচনা করছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, প্রস্তাবিত জাহাজঘাঁটি অস্ট্রেলিয়ার জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পশ্চিম অস্ট্রেলিয়ায় টানা নৌ-জাহাজ নির্মাণ কার্যক্রম ও পারমাণবিক সাবমেরিন প্রকল্প বাস্তবায়নে এটি মাইলফলক হবে।
তিনি আরও জানান, ক্ষমতাসীন লেবার সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে রেকর্ড পর্যায়ে নিয়ে যাচ্ছে, যাতে অস্ট্রেলিয়ার জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা তৈরি করা যায়।
এর আগে, গত বছর পার্থের কাছে হেন্ডারসন জাহাজঘাঁটি আধুনিকায়নে প্রাথমিকভাবে ১২৭ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার (৮৪ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হয়েছিল। আগামী ২০ বছরে ধাপে ধাপে এই ঘাঁটিকে অকাস সাবমেরিন বহরের প্রধান রক্ষণাবেক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকার।
এখানেই অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর নতুন ল্যান্ডিং ক্রাফট ও নৌবাহিনীর জন্য নতুন ফ্রিগেট জাহাজ তৈরি করা হবে। প্রকল্পটি সরাসরি প্রায় ১০ হাজার স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানানো হয়েছে।
অকাস চুক্তির আওতায় প্রথম ধাপে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছে একাধিক ভার্জিনিয়া-শ্রেণির পারমাণবিক সাবমেরিন বিক্রি করবে। পরবর্তী ধাপে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মিলে নতুন প্রজন্মের অকাস-শ্রেণির সাবমেরিন তৈরি করবে।
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র কংগ্রেসের চীনবিষয়ক কৌশলগত প্রতিযোগিতা কমিটির রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতৃত্ব যৌথভাবে অকাসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছিল। যদিও একই সময়ে চুক্তির কার্যকারিতা নিয়ে পেন্টাগনের একজন প্রভাবশালী কর্মকর্তা এলব্রিজ কোলবি পর্যালোচনা শুরু করেন।
অস্ট্রেলিয়া এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে ৫০ বছরের জন্য নতুন একটি চুক্তি করেছে, যাতে অকাস সহযোগিতা আরও জোরদার করা যায়। দেশটি আশাবাদী যে চুক্তি বাস্তবায়নে কোনো বিঘ্ন ঘটবে না।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
২ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
৪ ঘণ্টা আগে