ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমানঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এ দাবি করেছেন। আজ রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে দেওয়ার ভাষণে তিনি এই দাবি করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে।
জবাবে গতকাল শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
এই হামলাকে সফল বলে আখ্যা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেনারেল বাঘেরি বলেছেন, ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ...গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সফলভাবে শেষ হয়েছে এবং এর সব লক্ষ্য অর্জন করেছে।’
এ সময় জেনারেল বাঘেরি আরও জানিয়েছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তেহরানের দাবি, এই ঘাঁটিগুলো থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ও ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালানো হয়েছিল।
ইরানের এই শীর্ষ জেনারেল বলেন, ‘এই দুটি কেন্দ্রই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।’ তবে ইসরায়েলের দাবি, তারা ইরান ও এর প্রক্সি গোষ্ঠীগুলোর উৎক্ষেপণ ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং এতে সামান্যই ক্ষতি হয়েছে।
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইরানের এই অভিযানকে ‘সীমিত পরিসরের অপারেশন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই সীমিত পরিসরের অপারেশনে ইসরায়েলের সেসব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেগুলো আমাদের দূতাবাস আক্রমণে ব্যবহার করা হয়েছিল।’
জেনারেল সালামি বলেন, ‘এই অপারেশন প্রত্যাশার চেয়েও অনেক বেশি সফল হয়েছে।’ এ সময় তিনি ইসরায়েলকে যেকোনো ধরনের পাল্টা আক্রমণের বিষয়েও সতর্ক করে দেন।
আরও পড়ুন:
ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমানঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এ দাবি করেছেন। আজ রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে দেওয়ার ভাষণে তিনি এই দাবি করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলা হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হন। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে।
জবাবে গতকাল শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
এই হামলাকে সফল বলে আখ্যা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেনারেল বাঘেরি বলেছেন, ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ...গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সফলভাবে শেষ হয়েছে এবং এর সব লক্ষ্য অর্জন করেছে।’
এ সময় জেনারেল বাঘেরি আরও জানিয়েছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তেহরানের দাবি, এই ঘাঁটিগুলো থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ও ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালানো হয়েছিল।
ইরানের এই শীর্ষ জেনারেল বলেন, ‘এই দুটি কেন্দ্রই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়ে গেছে এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।’ তবে ইসরায়েলের দাবি, তারা ইরান ও এর প্রক্সি গোষ্ঠীগুলোর উৎক্ষেপণ ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং এতে সামান্যই ক্ষতি হয়েছে।
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইরানের এই অভিযানকে ‘সীমিত পরিসরের অপারেশন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই সীমিত পরিসরের অপারেশনে ইসরায়েলের সেসব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যেগুলো আমাদের দূতাবাস আক্রমণে ব্যবহার করা হয়েছিল।’
জেনারেল সালামি বলেন, ‘এই অপারেশন প্রত্যাশার চেয়েও অনেক বেশি সফল হয়েছে।’ এ সময় তিনি ইসরায়েলকে যেকোনো ধরনের পাল্টা আক্রমণের বিষয়েও সতর্ক করে দেন।
আরও পড়ুন:
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৫ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৭ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৮ ঘণ্টা আগে