Ajker Patrika

কলম্বিয়ায় দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ৭০

কলম্বিয়ায় দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ৭০

কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই দেখার সময় গ্যালারি ভেঙে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির তোলিমা রাজ্যের এল এসপিনাল শহরে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তোলিমা রাজ্যের গভর্নর জোস রিকার্ডো ওরোজকো বলেছেন, এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ এবং একজন শিশু রয়েছে।

প্রদেশটির সিভিল ডিফেন্সের পরিচালক মেজর লুইস ফার্নান্দো ভেলেজ বলেছেন, ধ্বংসাবশেষের ভেতর আর কেউ আটকা নেই। সবাইকে উদ্ধার করা হয়েছে।

ভেলেজ বলেন, এখন পরিস্থিত স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ৭০ জনের কম বা বেশি মানুষ আহত হয়েছেন।

ভেলেজ জানান, আহতদের উদ্ধারে নিকটবর্তী শহর ইবেগ এবং মেলগার থেকে অ্যাম্বুলেন্সে পাঠানো হয়। এরপর তাদের উদ্ধার করে এল এসপিনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনুষ্ঠানটি ছিল এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় সান পেড্রো উৎসবকে ঘিরে উদ্‌যাপনের অংশ। দেশটির ঐতিহ্যবাহী এই আয়োজনে স্থানীয়রা ষাঁড়ের সঙ্গে লড়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত