সামাজিক যোগাযোগমাধ্যমে গাজার রাফাহে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারকা, খেলোয়াড় এবং সাধারণ মানুষ ‘অল আইজ অন রাফাহ’ লিখে প্রতিবাদ জানাচ্ছেন। মূলত রাফাহে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে অল আইজ অন রাফাহ লিখে প্রতিবাদ জানাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্য প্যালেস্টাইন নামে একটি এক্স (সাবেক টুইটার) পেজ থেকে অল আইজ অন রাফাহ পোস্টটি শেয়ার করা হয়। সেখানেও একটি এআই দিয়ে তৈরি ছবি শেয়ার করা হয়। ছবিটির বিষয়বস্তু হলো পাহাড়ের পাদদেশে বিপুলসংখ্যক তাঁবুর সারি। সেই সারির মাঝের একটি জায়গায় সাদা তাঁবু দিয়ে ‘অল আইজ অন রাফাহ’ লেখা আছে।
সর্বশেষ হামাসকে নির্মূলের নামে ইসরায়েলি বিমান হামলায় রাফাহ শহরের একটি শরণার্থীশিবিরে শিশুসহ অন্তত ৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষোভের জন্ম দিয়েছে এবং গাজা যুদ্ধের ইস্যুতে ইসরায়েলের বৈশ্বিক বিচ্ছিন্নতাকে আরও গভীর করেছে।
বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এই আন্দোলনের জবাবে ইসরায়েলও পাল্টা প্রচারণা শুরু করেছে। দেশটি গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার একটি এআই দিয়ে তৈরি করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছে। যেখানে একটি শিশুর সামনে বন্দুক হাতে হামাসের যোদ্ধা দাঁড়িয়ে আছে।
ছবিটি শেয়ার করা হয়েছে ইসরায়েল সরকারের অফিশিয়াল পেজ থেকে। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা কখনোই ৭ অক্টোবরের বিষয়ে কথা বলা বন্ধ করব না। জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত আমরা যুদ্ধ বন্ধ করব না।’
অল আইজ অন রাফাহ—প্রতিবাদে শামিল হয়েছেন ভারতীয় সিনেমার তারকারাও। তাঁদের মধ্যে রয়েছেন রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, আলিয়া ভাটসহ আরও অনেকে।
এর বাইরে, ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সুপারমডেল বেলা হাদিদ, আইরিশ অভিনেত্রীয় নিকোলা কফলান, মার্কিন কমেডিয়ান ও লেখক হাসান মিনহাজ, মার্কিন অভিনেতা অ্যারন পল, ব্রিটিশ অভিনেত্রী ও অ্যাকটিভিস্ট জামিলা জামিল এবং ব্রিটিশ সংগীত শিল্পী দুয়া লিপাও এই অল আইজ অন রাফাহ—প্রতিবাদে অংশ নিয়ে এই ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে এই ছবি ৪০ মিলিয়ন বার শেয়ার হয়েছে। এক্সে দ্য প্যালেস্টাইন পেজে এই ছবি ৩ লাখ ৮৯ হাজার জন ছবিটিতে তাঁদের উপস্থিতি জানান দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গাজার রাফাহে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারকা, খেলোয়াড় এবং সাধারণ মানুষ ‘অল আইজ অন রাফাহ’ লিখে প্রতিবাদ জানাচ্ছেন। মূলত রাফাহে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে অল আইজ অন রাফাহ লিখে প্রতিবাদ জানাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্য প্যালেস্টাইন নামে একটি এক্স (সাবেক টুইটার) পেজ থেকে অল আইজ অন রাফাহ পোস্টটি শেয়ার করা হয়। সেখানেও একটি এআই দিয়ে তৈরি ছবি শেয়ার করা হয়। ছবিটির বিষয়বস্তু হলো পাহাড়ের পাদদেশে বিপুলসংখ্যক তাঁবুর সারি। সেই সারির মাঝের একটি জায়গায় সাদা তাঁবু দিয়ে ‘অল আইজ অন রাফাহ’ লেখা আছে।
সর্বশেষ হামাসকে নির্মূলের নামে ইসরায়েলি বিমান হামলায় রাফাহ শহরের একটি শরণার্থীশিবিরে শিশুসহ অন্তত ৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষোভের জন্ম দিয়েছে এবং গাজা যুদ্ধের ইস্যুতে ইসরায়েলের বৈশ্বিক বিচ্ছিন্নতাকে আরও গভীর করেছে।
বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এই আন্দোলনের জবাবে ইসরায়েলও পাল্টা প্রচারণা শুরু করেছে। দেশটি গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার একটি এআই দিয়ে তৈরি করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছে। যেখানে একটি শিশুর সামনে বন্দুক হাতে হামাসের যোদ্ধা দাঁড়িয়ে আছে।
ছবিটি শেয়ার করা হয়েছে ইসরায়েল সরকারের অফিশিয়াল পেজ থেকে। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা কখনোই ৭ অক্টোবরের বিষয়ে কথা বলা বন্ধ করব না। জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত আমরা যুদ্ধ বন্ধ করব না।’
অল আইজ অন রাফাহ—প্রতিবাদে শামিল হয়েছেন ভারতীয় সিনেমার তারকারাও। তাঁদের মধ্যে রয়েছেন রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, আলিয়া ভাটসহ আরও অনেকে।
এর বাইরে, ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সুপারমডেল বেলা হাদিদ, আইরিশ অভিনেত্রীয় নিকোলা কফলান, মার্কিন কমেডিয়ান ও লেখক হাসান মিনহাজ, মার্কিন অভিনেতা অ্যারন পল, ব্রিটিশ অভিনেত্রী ও অ্যাকটিভিস্ট জামিলা জামিল এবং ব্রিটিশ সংগীত শিল্পী দুয়া লিপাও এই অল আইজ অন রাফাহ—প্রতিবাদে অংশ নিয়ে এই ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে এই ছবি ৪০ মিলিয়ন বার শেয়ার হয়েছে। এক্সে দ্য প্যালেস্টাইন পেজে এই ছবি ৩ লাখ ৮৯ হাজার জন ছবিটিতে তাঁদের উপস্থিতি জানান দিয়েছেন।
প্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৫ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত তালেবান অনুমোদিত নারীদের মাদ্রাসা নাজি-এ-বসরায় বসে কথা বলছিল মেয়েটি। মুখ ঢাকা, কণ্ঠ জড়ানো ভয় আর সংশয়ে। সহপাঠী আরেক মেয়ে তাকে নিচু স্বরে চুপ করায়। স্মরণ করিয়ে দেয়, তালেবান শাসনের সমালোচনা করা কতটা বিপজ্জনক!
৬ ঘণ্টা আগেআন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
৭ ঘণ্টা আগেট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
৮ ঘণ্টা আগে