Ajker Patrika

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৮ 

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২০: ২২
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৮ 

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে সংঘটিত এ দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। আজ মঙ্গলবার কলম্বিয়া কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কলম্বিয়ার সম্প্রচারমাধ্যম নটিসিয়াস ক্যারাকোল টিভিকে দেশটির সিভিল ডিফেন্সের পরিচালক জর্জ দিয়াজ বলেছেন, নিহত ৮ জনের মধ্যে দুজনই শিশু এবং বাকিরা প্রাপ্তবয়স্ক।

জর্জ দিয়াজ জানান, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুন্দিনামার্কা বিভাগের পুয়েন্তে কুয়েতামে শহরের সঙ্গে রাজধানী বোগোটাকে সংযোগকারী একটি সড়কে ভূমিধসে এই বিপর্যয় ঘটেছে। দুর্ঘটনাস্থল রাজধানী বোগোটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

কুন্দিনামার্কার আগুন নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, সোমবার বিকেলে মুষলধারে বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। তারা জানিয়েছে, বিকেলে শুরু হওয়া বৃষ্টিপাত সারা রাত অব্যাহত ছিল। 

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন জীবিত অবস্থায়। তাদের মধ্যে আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দিয়াজ বলেন, ‘এই ঘটনায় সব মিলিয়ে ২০টি বাড়ি ভেসে গিয়েছে। ধারণা করা হচ্ছে, ১১ থেকে ২০ জন লোক নিখোঁজ রয়েছেন।’ তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি গাড়ি কাদায় আটকা পড়েছে। 

এদিকে ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি নিহতদের পরিজনদের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত