Ajker Patrika

অমরত্ব পেতে শরীরে কিশোর ছেলের প্রাণরস নিলেন টেক মোগল

আপডেট : ২৩ মে ২০২৩, ১৯: ০৫
অমরত্ব পেতে শরীরে কিশোর ছেলের প্রাণরস নিলেন টেক মোগল

প্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৫ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি। 

সর্বশেষ ডালাসের একটি ক্লিনিকে ১৭ বছর বয়সী ছেলের শরীর থেকে রক্তের প্লাজমা সংগ্রহ করে তা নিজের শরীরে পুশ করেছেন জনসন। স্বাস্থ্যকর রক্তরস নিয়েছেন তাঁর ৭০ বছর বয়সী বাবার শরীর থেকেও। 

এ বিষয়ে মঙ্গলবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান ও বাবার শরীর থেকে রক্ত সংগ্রহ করে একটি মেশিনের সাহায্য তরল প্লাজমা, লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং প্ল্যাটিলেটগুলোকে প্রথমে আলাদা করা হয়। পরে এগুলোকে পর্যায়ক্রমে জনসনের শিরায় প্রবেশ করানো হয়। বয়সের কারণে তাঁর রক্তের যেসব উপাদান নষ্ট কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে-তরুণ ও স্বাস্থ্যকর রক্ত উপাদানের মাধ্যমে সেগুলোকে প্রতিস্থাপিত করাই এ প্রক্রিয়ার প্রধান লক্ষ্য। 

তাঁর চিকিৎসকেরা দাবি করছেন, মাত্র দুই বছরের মধ্যেই জনসন তাঁর শরীরের জৈবিক বয়স অন্তত পাঁচ বছর কমিয়ে ফেলেছেন। বর্তমানে তার হৃদপিণ্ডটি একজন ৩৭ বছর বয়সী ব্যক্তির মতো কর্মক্ষম। আর শরীরের ত্বকের অবস্থা এবং ঔজ্জ্বল্য একজন ২৮ বছর বয়সী যুবকের মতো। এ ছাড়া তাঁর ফুসফুসটির অবস্থা এখন ১৮ বছর বয়সী এক কিশোরের মতো। বর্তমানে কিশোর বয়সীদের মতোই শারীরিক চাঞ্চল্য অনুভব করছেন তিনি। 

এর আগে সুস্বাস্থ্যের অধিকারী অজ্ঞাত এক ব্যক্তির শরীর থেকেও প্লাজমা গ্রহণ করেছিলেন জনসন। এটি গ্রহণ করার আগে ওই ব্যক্তির শরীরে বেশ কয়েক ধরনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুস্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত হয়েছিলেন টেক মোগল। 

অতীতের একটি গবেষণার আলোকে জনসনের বয়স কমিয়ে রাখার প্রক্রিয়াটি চলছে। প্লাজমা বা রক্তের প্রাণরস স্থানান্তরের মাধ্যমে বার্ধক্য ঠেকিয়ে রাখার বিষয়টি ইঁদুরের শরীরে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছিলেন একদল গবেষক। ২০০৫ সালে অনুষ্ঠিত সেই গবেষণায় বেশি বয়সী একটি ইঁদুরের শরীরে অল্প বয়সী একটি ইঁদুরের রক্ত উপাদান এবং অঙ্গ প্রতিস্থাপন করেছিলেন বিজ্ঞানীরা। পরে পাঁচ সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করে তাঁরা দেখতে পান, বয়স্ক ইঁদুরটির মাংসপেশি অল্পবয়সী ইঁদুরের মতোই হয়ে গেছে। শুধু তাই নয়, ওই ইঁদুরটির শরীরে তরুণদের মতোই নতুন লিভার কোষের সৃষ্টি হয়েছিল। 

পরবর্তীতে বিপরীত আরেকটি গবেষণায় বিজ্ঞানীরা দেখেছিলেন, বয়স্ক ইঁদুরের শরীর থেকে রক্ত উপাদান অল্প বয়সী ইঁদুরের শরীরে প্রবেশ করালে অল্প বয়সী ইঁদুরটি তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত