Ajker Patrika

জার্মানির করোনা পরিস্থিতি নাটকীয়: অ্যাঙ্গেলা মের্কেল

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৯: ২৫
জার্মানির করোনা পরিস্থিতি নাটকীয়: অ্যাঙ্গেলা মের্কেল

জার্মানির করোনা পরিস্থিতিকে নাটকীয় বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এমন পরিস্থিতিতে সবাইকে দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি যাদের মনে টিকা নিয়ে সন্দেহ আছে তাঁদেরকেও চিন্তা ধারণা পরিবর্তনের জন্য অনুরোধ করেছেন মের্কেল। 

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ৫২ হাজার ৮২৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।   করোনা মহামারির প্রথম টিকা আবিষ্কারক দেশ জার্মানি। দেশটি বেশির ভাগ মানুষকে টিকা দিতে সক্ষম হলেও, আবার চতুর্থবারের মতো জেঁকে বসেছে মহামারি। 

এ নিয়ে জার্মানির মেয়রদের সঙ্গে বৈঠকের সময় মের্কেল বলেন, যে টিকা নিয়েছে সে নিজেকে এবং অন্যদের রক্ষা করে। এ  যদি পর্যাপ্ত মানুষ টিকা পান তাহলেই এই মহামারি থেকে বেরিয়ে আসা সম্ভব। 

মের্কেল জানান, জার্মানিতে করোনার বুস্টার ডোজ প্রয়োগের জন্য জাতীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গবেষণায় দেখা গেছে, করোনার টিকা দেওয়ার দ্বিতীয় ডোজ দেওয়ার ছয় মাসের মধ্যে অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকে। 

জার্মানিতে এ পর্যন্ত করোনা ৫১ লাখ ৮ হাজার ৯০৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে করোনায় মারা গেছেন ৯৮ হাজার ৬৬০ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত