Ajker Patrika

বিখ্যাত ফুটবলার, বিলিয়নিয়ারদের প্রত্যাখ্যান করা এই নারীর পরিচয় কী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৮: ৩৩
বিখ্যাত ফুটবলার, বিলিয়নিয়ারদের প্রত্যাখ্যান করা এই নারীর পরিচয় কী

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার মাত্র চার মাসের মধ্যেই ১ লাখ ২৩ হাজার ফলোয়ার হয়ে যায় এমিলি পেলিগ্রিনির। এই সময়ের মধ্যেই তাঁর রূপে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করেছেন বিখ্যাত ফুটবলার থেকে শুরু করে টেনিস তারকা এমনকি বিলিয়নিয়ারও। 

সুশোভিত শরীর আর লম্বা বাদামি চুলে এমিলি অবশ্য কাউকেই পাত্তা দেননি। দুবাইয়ের পাঁচতারকা হোটেল এবং বিশ্বখ্যাত রেস্তোরাঁয় নিমন্ত্রণও ফিরিয়ে দিয়েছেন অবলীলায়। জার্মানির এক তারকা ফুটবলার তাঁকে প্রশ্ন করেছিল—‘এটা কীভাবে সম্ভব যে, এত সুন্দর একজন নারীর কোনো প্রেমিক নেই?’ 

এমিলি উত্তর দিয়েছিলেন—‘আমি জানি না। হিহি।’ 

এমিলি পেলিগ্রিনি। ছবি: সংগৃহীতডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, বহু বিখ্যাত মানুষকে প্রত্যাখ্যান করা এমিলি আসলে রক্ত-মাংসের কোনো মানবী নন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এক মডেল। 

আরও জানা গেছে, মাত্র ছয় সপ্তাহের মধ্যেই তিনি তাঁর স্রষ্টাকে ১০ হাজার ডলার উপার্জন করে দিয়েছেন কনটেন্ট তৈরির প্ল্যাটফর্ম ফ্যানভ্যুতে। 

এমিলি পেলিগ্রিনি। ছবি: সংগৃহীতএমিলিকে সৃষ্টির প্রসঙ্গে তাঁর স্রষ্টা বলেন, ‘আমি চ্যাট জিপিটি-কে জিজ্ঞাসা করেছিলাম—একজন গড় পুরুষের স্বপ্নের মেয়েটি দেখতে কেমন হয়? এটি বলেছিল, লম্বা বাদামি চুল এবং পা লম্বা হয়। আমি তাকে ঠিক এভাবেই তৈরি করেছি। লক্ষ্য ছিল তাকে মোহনীয় এবং আকর্ষণীয় করে তোলা। আমি তাকে যতটা সম্ভব বাস্তব রাখতে চেয়েছি।’ 

এমিলি দেখতে এতটাই বাস্তব যে দ্রুততম সময়ের মধ্যেই কৃত্রিম এই নারী অসংখ্য ধনী, নামকরা ব্যক্তি এবং সফল পুরুষদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর স্রষ্টা ইতিমধ্যে ফিওনা নামে তাঁর আরেক বোনেরও জন্ম দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে ফিওনার ফলোয়ারও ৩০ হাজার ছাড়িয়ে গেছে। 

বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে এআই জেনারেটরের ব্যবহার বেড়ে যাওয়ার পর সাফল্য পেয়েছে এমিলি এবং ফিওনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত