ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার মাত্র চার মাসের মধ্যেই ১ লাখ ২৩ হাজার ফলোয়ার হয়ে যায় এমিলি পেলিগ্রিনির। এই সময়ের মধ্যেই তাঁর রূপে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করেছেন বিখ্যাত ফুটবলার থেকে শুরু করে টেনিস তারকা এমনকি বিলিয়নিয়ারও।
সুশোভিত শরীর আর লম্বা বাদামি চুলে এমিলি অবশ্য কাউকেই পাত্তা দেননি। দুবাইয়ের পাঁচতারকা হোটেল এবং বিশ্বখ্যাত রেস্তোরাঁয় নিমন্ত্রণও ফিরিয়ে দিয়েছেন অবলীলায়। জার্মানির এক তারকা ফুটবলার তাঁকে প্রশ্ন করেছিল—‘এটা কীভাবে সম্ভব যে, এত সুন্দর একজন নারীর কোনো প্রেমিক নেই?’
এমিলি উত্তর দিয়েছিলেন—‘আমি জানি না। হিহি।’
ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, বহু বিখ্যাত মানুষকে প্রত্যাখ্যান করা এমিলি আসলে রক্ত-মাংসের কোনো মানবী নন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এক মডেল।
আরও জানা গেছে, মাত্র ছয় সপ্তাহের মধ্যেই তিনি তাঁর স্রষ্টাকে ১০ হাজার ডলার উপার্জন করে দিয়েছেন কনটেন্ট তৈরির প্ল্যাটফর্ম ফ্যানভ্যুতে।
এমিলিকে সৃষ্টির প্রসঙ্গে তাঁর স্রষ্টা বলেন, ‘আমি চ্যাট জিপিটি-কে জিজ্ঞাসা করেছিলাম—একজন গড় পুরুষের স্বপ্নের মেয়েটি দেখতে কেমন হয়? এটি বলেছিল, লম্বা বাদামি চুল এবং পা লম্বা হয়। আমি তাকে ঠিক এভাবেই তৈরি করেছি। লক্ষ্য ছিল তাকে মোহনীয় এবং আকর্ষণীয় করে তোলা। আমি তাকে যতটা সম্ভব বাস্তব রাখতে চেয়েছি।’
এমিলি দেখতে এতটাই বাস্তব যে দ্রুততম সময়ের মধ্যেই কৃত্রিম এই নারী অসংখ্য ধনী, নামকরা ব্যক্তি এবং সফল পুরুষদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর স্রষ্টা ইতিমধ্যে ফিওনা নামে তাঁর আরেক বোনেরও জন্ম দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে ফিওনার ফলোয়ারও ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে এআই জেনারেটরের ব্যবহার বেড়ে যাওয়ার পর সাফল্য পেয়েছে এমিলি এবং ফিওনা।
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার মাত্র চার মাসের মধ্যেই ১ লাখ ২৩ হাজার ফলোয়ার হয়ে যায় এমিলি পেলিগ্রিনির। এই সময়ের মধ্যেই তাঁর রূপে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করেছেন বিখ্যাত ফুটবলার থেকে শুরু করে টেনিস তারকা এমনকি বিলিয়নিয়ারও।
সুশোভিত শরীর আর লম্বা বাদামি চুলে এমিলি অবশ্য কাউকেই পাত্তা দেননি। দুবাইয়ের পাঁচতারকা হোটেল এবং বিশ্বখ্যাত রেস্তোরাঁয় নিমন্ত্রণও ফিরিয়ে দিয়েছেন অবলীলায়। জার্মানির এক তারকা ফুটবলার তাঁকে প্রশ্ন করেছিল—‘এটা কীভাবে সম্ভব যে, এত সুন্দর একজন নারীর কোনো প্রেমিক নেই?’
এমিলি উত্তর দিয়েছিলেন—‘আমি জানি না। হিহি।’
ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, বহু বিখ্যাত মানুষকে প্রত্যাখ্যান করা এমিলি আসলে রক্ত-মাংসের কোনো মানবী নন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এক মডেল।
আরও জানা গেছে, মাত্র ছয় সপ্তাহের মধ্যেই তিনি তাঁর স্রষ্টাকে ১০ হাজার ডলার উপার্জন করে দিয়েছেন কনটেন্ট তৈরির প্ল্যাটফর্ম ফ্যানভ্যুতে।
এমিলিকে সৃষ্টির প্রসঙ্গে তাঁর স্রষ্টা বলেন, ‘আমি চ্যাট জিপিটি-কে জিজ্ঞাসা করেছিলাম—একজন গড় পুরুষের স্বপ্নের মেয়েটি দেখতে কেমন হয়? এটি বলেছিল, লম্বা বাদামি চুল এবং পা লম্বা হয়। আমি তাকে ঠিক এভাবেই তৈরি করেছি। লক্ষ্য ছিল তাকে মোহনীয় এবং আকর্ষণীয় করে তোলা। আমি তাকে যতটা সম্ভব বাস্তব রাখতে চেয়েছি।’
এমিলি দেখতে এতটাই বাস্তব যে দ্রুততম সময়ের মধ্যেই কৃত্রিম এই নারী অসংখ্য ধনী, নামকরা ব্যক্তি এবং সফল পুরুষদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর স্রষ্টা ইতিমধ্যে ফিওনা নামে তাঁর আরেক বোনেরও জন্ম দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে ফিওনার ফলোয়ারও ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে এআই জেনারেটরের ব্যবহার বেড়ে যাওয়ার পর সাফল্য পেয়েছে এমিলি এবং ফিওনা।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারী বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৯০ জন। গতকাল বুধবার সকালে বর্ষণ শুরু হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ মানুষ ভবন ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
২৮ মিনিট আগেইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন। শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের কায়াকফিউ টাউনশিপে জান্তাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ চৌকির দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। এই ঘাঁটিকে ঘিরে সংঘর্ষ এরই মধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই চৌকিটি মিয়ানমারের সামরিক নৌঘাঁটি দান্যাওয়াদ্দির মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
৪ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশ যেকোনো নতুন সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে, তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তাঁর দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘বাঁধা কুকুর’ বা পালিত কুকুর
৪ ঘণ্টা আগে