ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো ধরনের ‘বল প্রয়োগমূলক’ ঘটনা ঘটতে না দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই অঞ্চলের চার দেশের জোট কোয়াড। এ ছাড়া জোটবদ্ধ দেশগুলোর মধ্যকার সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করেন জোটের নেতারা।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি ওঠে এসেছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাশা হায়াশি অংশ নেন। তাঁরা কোভিড-১৯, সাইবার হুমকি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে এই সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে বিশেষজ্ঞরা চীনের অর্থনৈতিক-সামরিক সম্প্রসারণে বিরুদ্ধে একটি মৃদু ধাক্কা বলে বিবেচনা করছেন।
এক যৌথ বিবৃতিতে এই চার পররাষ্ট্রমন্ত্রী মানবিক ত্রাণ-দুর্যোগে সহায়তা, আঞ্চলিক অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়ার ‘অস্থিতিশীল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের’ নিন্দাও জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, অনানুষ্ঠানিক কোয়াড জোট তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করতে, অনিয়ন্ত্রিত ও অবৈধ মাছ শিকারে বিরুদ্ধে কাজ করতে তাঁদের সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন বলেছেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোটের সদস্যদেশগুলোর সমুদ্র সীমানা নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি, গভীর সমুদ্র থেকে সম্পদ আহরণের ক্ষমতা বৃদ্ধি, নৌ ও বিমান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং অবৈধভাবে মাছ শিকারের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য সামুদ্রিক সুরক্ষা সহায়তা বাড়াতে সম্মত হয়েছি আমরা।’
উল্লেখ্য, এমন এক সময়ে কোয়াডের এই বৈঠক অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশ ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা করছে।
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো ধরনের ‘বল প্রয়োগমূলক’ ঘটনা ঘটতে না দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই অঞ্চলের চার দেশের জোট কোয়াড। এ ছাড়া জোটবদ্ধ দেশগুলোর মধ্যকার সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করেন জোটের নেতারা।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি ওঠে এসেছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাশা হায়াশি অংশ নেন। তাঁরা কোভিড-১৯, সাইবার হুমকি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে এই সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে বিশেষজ্ঞরা চীনের অর্থনৈতিক-সামরিক সম্প্রসারণে বিরুদ্ধে একটি মৃদু ধাক্কা বলে বিবেচনা করছেন।
এক যৌথ বিবৃতিতে এই চার পররাষ্ট্রমন্ত্রী মানবিক ত্রাণ-দুর্যোগে সহায়তা, আঞ্চলিক অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়ার ‘অস্থিতিশীল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের’ নিন্দাও জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, অনানুষ্ঠানিক কোয়াড জোট তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করতে, অনিয়ন্ত্রিত ও অবৈধ মাছ শিকারে বিরুদ্ধে কাজ করতে তাঁদের সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন বলেছেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোটের সদস্যদেশগুলোর সমুদ্র সীমানা নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি, গভীর সমুদ্র থেকে সম্পদ আহরণের ক্ষমতা বৃদ্ধি, নৌ ও বিমান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং অবৈধভাবে মাছ শিকারের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য সামুদ্রিক সুরক্ষা সহায়তা বাড়াতে সম্মত হয়েছি আমরা।’
উল্লেখ্য, এমন এক সময়ে কোয়াডের এই বৈঠক অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশ ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা করছে।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৩ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৪ ঘণ্টা আগে