আফ্রিকার দেশে মাদাগাস্কারের উত্তর-পূর্বাঞ্চলের এক দ্বীপের উপকূলে বিধ্বস্ত হয় হেলিকপ্টার। এতে বেঁচে যাওয়া দুই আরোহীর মধ্যে ছিলেন এক মন্ত্রী। ওই মন্ত্রী প্রায় ১২ ঘণ্টা সাঁতার কেটে নিকটবর্তী দ্বীপে নিরাপদে পৌঁছেছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পুলিশ জানায়, গত সোমবার হেলিকপ্টার বিধ্বস্তের পর আরও দুই আরোহীর সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এই বিধ্বস্তের কারণ এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছ পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সের্গে গেলে এবং এক পুলিশ কর্মকর্তা আলাদাভাবে সমুদ্র পাড়ের শহর মাহামবোতে পৌঁছান। এর আগে তাঁরা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে নিজেদের বের করে নিতে সক্ষম হন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জেন-এডমন্ড রান্দ্রিয়ানানতেনিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে ৫৭ বছর বয়সী গেলেকে একটি ডেক চেয়ারে ক্লান্ত অবস্থায় শুয়ে রয়েছেন। তখনো তিনি ছদ্মবেশী পোশাকে ছিলেন।
ওই ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমার মৃত্যুর সময় এখনো আসেনি।’
গত সোমবার সকালে মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে একটি জাহাজের ধ্বংসাবশেষের জায়গা পরিদর্শনে যাচ্ছিলেন সের্গে গেলে। ওই দিন তাঁকে ও তাঁর সহযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
গতকাল মঙ্গলবার মাদাগাস্কারের পুলিশ প্রধান জাফিসামবাত্রা রাভোয়াভি জানান, জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে।
আফ্রিকার দেশে মাদাগাস্কারের উত্তর-পূর্বাঞ্চলের এক দ্বীপের উপকূলে বিধ্বস্ত হয় হেলিকপ্টার। এতে বেঁচে যাওয়া দুই আরোহীর মধ্যে ছিলেন এক মন্ত্রী। ওই মন্ত্রী প্রায় ১২ ঘণ্টা সাঁতার কেটে নিকটবর্তী দ্বীপে নিরাপদে পৌঁছেছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পুলিশ জানায়, গত সোমবার হেলিকপ্টার বিধ্বস্তের পর আরও দুই আরোহীর সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এই বিধ্বস্তের কারণ এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছ পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সের্গে গেলে এবং এক পুলিশ কর্মকর্তা আলাদাভাবে সমুদ্র পাড়ের শহর মাহামবোতে পৌঁছান। এর আগে তাঁরা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে নিজেদের বের করে নিতে সক্ষম হন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জেন-এডমন্ড রান্দ্রিয়ানানতেনিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে ৫৭ বছর বয়সী গেলেকে একটি ডেক চেয়ারে ক্লান্ত অবস্থায় শুয়ে রয়েছেন। তখনো তিনি ছদ্মবেশী পোশাকে ছিলেন।
ওই ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমার মৃত্যুর সময় এখনো আসেনি।’
গত সোমবার সকালে মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে একটি জাহাজের ধ্বংসাবশেষের জায়গা পরিদর্শনে যাচ্ছিলেন সের্গে গেলে। ওই দিন তাঁকে ও তাঁর সহযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
গতকাল মঙ্গলবার মাদাগাস্কারের পুলিশ প্রধান জাফিসামবাত্রা রাভোয়াভি জানান, জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে।
২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
৪৪ মিনিট আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
১ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
৩ ঘণ্টা আগে