আজকের পত্রিকা ডেস্ক
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের জিয়া চৌধুরীকে ঘানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (Resident Coordinator) হিসেবে নিয়োগ দিয়েছেন। ঘানা সরকারের সম্মতির পর এই নিয়োগ কার্যকর হয়েছে ২১ জুন থেকে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিয়া চৌধুরী উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে এই পদে যোগ দিচ্ছেন। এর আগে তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জিয়া চৌধুরী তাঁর উন্নয়ন কর্মজীবন শুরু করেন বঙ্গোপসাগরের একটি দূরবর্তী, দুর্যোগপ্রবণ দ্বীপে জাতীয় পর্যায়ের ফিল্ড অফিসার হিসেবে। এরপর তিনি আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে সমন্বয় ও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন, মানবিক সহায়তার মান বজায় রাখা এবং নীতিমালা তৈরির কাজে যুক্ত ছিলেন।
এ ছাড়া, জিয়া চৌধুরী ন্যায়ভিত্তিক খাদ্য ব্যবসার ওপর ভিত্তি করে একটি সামাজিক উদ্যোগ (Social Enterprise) প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থার পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে তিনি সুদান এবং বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি ১ হাজার ২০০ জনেরও বেশি কর্মীর একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। ওই সময় তিনি উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় অন্যতম বৃহৎ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দেন।
জিয়া চৌধুরী লন্ডনের সোয়াস (SOAS), ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ভূগোল বিষয়ে স্নাতক এবং ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
আরও খবর পড়ুন:
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের জিয়া চৌধুরীকে ঘানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (Resident Coordinator) হিসেবে নিয়োগ দিয়েছেন। ঘানা সরকারের সম্মতির পর এই নিয়োগ কার্যকর হয়েছে ২১ জুন থেকে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিয়া চৌধুরী উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে এই পদে যোগ দিচ্ছেন। এর আগে তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জিয়া চৌধুরী তাঁর উন্নয়ন কর্মজীবন শুরু করেন বঙ্গোপসাগরের একটি দূরবর্তী, দুর্যোগপ্রবণ দ্বীপে জাতীয় পর্যায়ের ফিল্ড অফিসার হিসেবে। এরপর তিনি আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে সমন্বয় ও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন, মানবিক সহায়তার মান বজায় রাখা এবং নীতিমালা তৈরির কাজে যুক্ত ছিলেন।
এ ছাড়া, জিয়া চৌধুরী ন্যায়ভিত্তিক খাদ্য ব্যবসার ওপর ভিত্তি করে একটি সামাজিক উদ্যোগ (Social Enterprise) প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থার পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে তিনি সুদান এবং বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি ১ হাজার ২০০ জনেরও বেশি কর্মীর একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। ওই সময় তিনি উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় অন্যতম বৃহৎ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দেন।
জিয়া চৌধুরী লন্ডনের সোয়াস (SOAS), ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ভূগোল বিষয়ে স্নাতক এবং ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
আরও খবর পড়ুন:
নেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
২ ঘণ্টা আগেদোহায় ইসরায়েলি হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেনেপালে চলমান বিক্ষোভ ও সহিংস পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়—যদি সহিংস কর্মকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত থাকে, তবে রাত ১০টা (স্থানীয় সময়) থেকে সেনাসহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বাধ্য হবে।
২ ঘণ্টা আগেনেপালে চলমান বিক্ষোভে আরও একজন নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়াল ২২-এ। এর মধ্যে গতকাল সোমবারের বিক্ষোভেই প্রাণ হারায় অন্তত ১৯ জন।
৩ ঘণ্টা আগে